TRENDING:

লক্ষ্মীপুজোয় ভুলেও এই কাজগুলি করবেন না

Last Updated:

রীতি মেনে কোথাও দেবীর প্রসাদ ফল, কোথাও আবার বিশেষ খিচুড়ি ভোগ। তবে লক্ষীপুজোয় ভুলেও এই কাজগুলি করবেন না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লক্ষ্মীপুজোয় ফের উৎসবের আমেজ ৷ আজ কোজাগরী লক্ষ্মীপুজো। ঘরে ঘরে ধনদেবীর আরাধনা। নারকেল নাড়ু, তক্তি থেকে ধানের শীষ। লক্ষ্মীর ঘট থেকে কড়ি বসানো কুনকে, লক্ষ্মীর পাঁচালি। পাঁচ রকম ভাজা, খিচুড়ি, পোলাও ভোগে অতিথি আপ্যায়ন। সব মিলিয়ে মা লক্ষ্মীকে বরণ করতে প্রস্তুত বাঙালী। হোক না বাজার আগুন। অগ্নিমূল্য ফুল, সবজি, ডাল, ফল। সাধ্যের মধ্যে সাধপূরণে কাটছাঁট করতে হয়েছে বাজেটে। তবুও লক্ষ্মীলাভের আশায় ঘরে ঘরে সকাল থেকেই জোর প্রস্তুতি।
advertisement

ঘরে সুখ, সমৃদ্ধির জন্য প্রত্যেক গেরস্থের ঘরে এদিন লক্ষ্মীপুজোয় করা হয়ে থাকে ৷ বিধি মেনে চলে দেবীর আরাধনা ৷ রীতি মেনে কোথাও দেবীর প্রসাদ ফল, কোথাও আবার বিশেষ খিচুড়ি ভোগ। তবে লক্ষ্মীপুজোয় ভুলেও এই কাজগুলি করবেন না ৷

১. সাধারণত সমস্ত পুজোয় কাঁসর বা ঘণ্টা বাজানো হয়ে থাকে ৷ তবে আওয়াজে অসন্তুষ্ট হন লক্ষ্মীপুজোয় ৷ তাই লক্ষীপুজোয় কাঁসর বা ঘণ্টা হয় না ৷ কারণ বলা হয়ে থাকে আওয়াজে চঞ্চল হয়ে লক্ষী সেই স্থান পরিত্যাগ করে থাকেন ৷

advertisement

২. পুজোয় লোহার থালা ব্যবহার করা হয় না ৷

৩. তুলসী পাতাও লক্ষ্মীপুজোয় ব্যবহার করায় নিষেধ রয়েছে ৷ লক্ষ্মীকে বিষ্ণুর শক্তির অংশ মানা হয় ৷ সেই মতে তুলসী তাঁর সতীন হয় ৷ এই কারণে তা ব্যবহার করা হয় না ৷ তবে এর অন্য আরেক ব্যাখ্যা রয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তবে সে কারণই হোক এই নিয়মেই মেনে আসা হচ্ছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
লক্ষ্মীপুজোয় ভুলেও এই কাজগুলি করবেন না