TRENDING:

বিয়েবাড়ি থেকে চুরি করে OLX-এ বিজ্ঞাপন, তারপর যা হল..

Last Updated:

বিয়ে বাড়ি থেকে ক্যামেরা চুরি। সেই চুরি করা ক্যামেরা বিক্রির জন্য ওএলএক্সে বিজ্ঞাপন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অভিনব চুরির ছক। কিন্তু তাতেও হল না শেষরক্ষা। চুরির সামগ্রী বিক্রির জন্য ওএলএক্সে বিজ্ঞাপন দিয়ে শ্রীঘরে গড়িয়ার যুবক অর্ণব ভৌমিক। ধৃতকে চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর মহকুমা আদালত।
advertisement

বিয়ে বাড়ি থেকে ক্যামেরা চুরি। সেই চুরি করা ক্যামেরা বিক্রির জন্য ওএলএক্সে বিজ্ঞাপন। সোনারপুর পুলিশের তৎপরতায় আপাতত গারদের ওপারে অর্ণব ভৌমিক। ফেব্রুয়ারির চার তারিখ সোনারপুরে ফটোগ্রাফির কাজ করতে এসেছিলেন বেলেঘাটার বাসিন্দা সৌরিশ বসু। ক্যামেরা রেখে খেতে যান তিনি। ফিরে এসে দেখেন চুরি গিয়েছে ক্যামেরা। প্রায় আড়াই লক্ষ টাকার সামগ্রী চুরি যায় বলে অভিযোগ। সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সৌরিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন

অভিযোগ পেয়েই তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। নজর রাখা হয় ওএলএক্সেও। সেই বিজ্ঞাপনের সূত্র ধরেই গড়িয়া শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছ থেকে আবদুল রফিককে ধরে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই খোঁজ মেলে মূল অভিযুক্ত অর্ণব ভৌমিকের। উদ্ধার হয় ক্যামেরা। এর আগেও অর্ণবের বিরুদ্ধে বিয়ে বাড়ি থেকে দামি সামগ্রী চুরির অভিযোগ রয়েছে ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিয়েবাড়ি থেকে চুরি করে OLX-এ বিজ্ঞাপন, তারপর যা হল..
Open in App
হোম
খবর
ফটো
লোকাল