এই পরিস্থিতিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিয়ে মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর দাবি, “জুনিয়র চিকিৎসকরা বাচ্চা ছেলেমেয়ে। কর্তব্য মেনে ফিরে আসা উচিত কাজে।” তিনি আরও বলেন, “সরকারের প্রধান যখন কোনও কথা বলেন, তখন সেটাই অর্ডার। তার পরও জুনিয়র ডাক্তাররা এখনও পর্যন্ত আন্দোলনে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওরা বাচ্চা ছেলেমেয়ে তাই বুঝতে পারছে না।
advertisement
” মঙ্গলবার, কলকাতা পুরসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথাই জানান মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
এ দিকে, শীর্ষ আদালতকে আস্বস্ত করে কাজে ফিরছেন জুনিয়র ডাক্তারেরা। সুপ্রিম কোর্টে এমনই জানিয়েছেন ইন্দিরা জয়সিং। এই বিষয়ে জেনারেল বডি মিটিংয়েই হবে সিদ্ধান্ত এমনটাই জানানো হল শীর্ষ আদালতকে। অর্থাৎ কাজে যোগদানের সময় ও দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জিবি বৈঠকের পরেই।
জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জিবি বৈঠকের তারিখের ওপর কর্মবিরতি প্রত্যাহারের দিনক্ষণ নির্দিষ্ট হবে। সুপ্রিম নির্দেশনামায় ‘আশ্বাস’ থাকায় দ্রুত কাজে ফেরার বিষয়ে সদর্থক মনোভাব স্পষ্ট করেছেন জুনিয়র চিকিৎসকেরা।