TRENDING:

‘‘ মানুষ কি মোদির প্লাস্টিক খাবে এবার ?? ’’ : মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, রাজ্যের প্রত্যন্ত যে গ্রামগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা যথাযথ নেই , সেখানে কি মানুষ নরেন্দ্র মোদির প্লাস্টিক খাবে ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নোট বাতিল ইস্যুতে রাজধানীতে রিজার্ভ ব্যাঙ্কের সদর দফতরে বিক্ষোভ দেখানোর পর এবার রাজ্যে ফিরেও একই কাজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতার রিজার্ভ ব্যাঙ্কের শাখায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কার্যত এদিন জেহাদ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ! শনিবার দুপুরে আরবিআই আধিকারিকদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন মমতা ৷ পরিস্থিতি সামাল দিতে আরবিআই-এর কাছে খুচরো কত টাকা রয়েছে সেই কৈফয়েতও চাইলেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর প্রশ্ন, রাজ্যের প্রত্যন্ত যে গ্রামগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা যথাযথ নেই , সেখানে কি মানুষ নরেন্দ্র মোদির প্লাস্টিক খাবে ?
advertisement

মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যে এখনও ৫০০ টাকার নতুন নোট আসেনি ৷ পর্যাপ্ত ১০, ২০, ৫০ বা ১০০ টাকার নোট নেই ৷ নেই ২০০০ টাকার নোটও ৷ তাই কেন্দ্রকে যে ৭২ ঘণ্টা সময়সীমা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেই সময়ের মধ্যে পরিস্থিতি ঠিক না হলে আরও বৃহত্তর আন্দোলেন তিনি যাবেন বলে আজ আরও একবার জানালেন ৷ তৃণমূল নেত্রীর হুঙ্কার, ‘‘এসব তুঘলকি কারবার চলবে না ৷ তুঘলকি কারবার চালাচ্ছে কেন্দ্র ৷ আমরা এসব মেনে নিতে পারব না ৷ ৭২ ঘণ্টা সময় দিয়েছি ৷ সময়সীমার মধ্যে কাজ না হলে রাস্তায় নেমে আন্দোলন করব ৷ ৫০০ ও ১০০০ টাকার নোট চালু রাখা হোক, মানুষ নাহলে কি করে বাঁচবে?’

advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, ‘‘মোদি সরকার জনস্বার্থবিরোধী , শিল্পবিরোধী, কৃষকবিরোধী !মানুষের উপর লুঠের রাজত্ব চলছে ৷ দৈনিক ২৫ হাজার কোটি টাকা জিডিপি ঘাটতি ৷ মানুষই রাজনৈতিক দল তৈরি করে ৷ রাজনৈতিক দল মানুষ তৈরি করে না ৷ তাই মানুষই আমাদের কাছে অগ্রাধিকার ৷ মানুষের সঙ্গে বেইমানি হলে রেয়াত করব না ৷ ’’

advertisement

মানুষের জমানো টাকা ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে কি না, তা নিয়েও উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘ মানুষ ব্যাঙ্কে গিয়ে টাকা পাচ্ছেন না ৷ নিজেদের জমানো টাকা পাচ্ছেন না মানুষ ৷ মানুষের জমানো টাকা ব্যাঙ্কে রয়েছে তো? নাকি সেগুলোও সব উধাও হয়ে গিয়েছে? আমরা কী তাহলে দুর্ভিক্ষের পথে চলেছি ? ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেলায় বিনোদন নয়, শিশুদের শেখানো হচ্ছে আত্মরক্ষার পাঠ! স্যালুট জানানোর মতো উদ্যোগ
আরও দেখুন

নোটের বদলে কেন্দ্রীয় সরকার প্লাস্টিক মানি ব্যবহারের পরামর্শ দিয়েছে ৷ যা একেবারেই মেনে নিতে পারছেন না এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘দেশে মাত্র ৪.৪ শতাংশ মানুষ প্লাস্টিক মানি ব্যবহার করেন ৷ বাকি ৯৫ শতাংশের বেশি মানুষ তাহলে কী করবে ? ’’ রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকের আশ্বাসেও সন্তুষ্ট নন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘চেষ্টা করছি, এসব বেকার কথা ৷ আমরা জানতে চাইছি কবে পরিস্থিতি স্বাভাবিক হবে ৷ আর এরা বলছে আমরা চেষ্টা করছি ! এতে কোনও সমস্যার সমাধান হয় না৷ কিভাবে গ্রামবাংলার মানুষ টাকা পাবে ? কৃষকরা কিভাবে ধান উৎপাদণ করবে ? রবি শস্যের উৎপাদন কিভাবে হবে ? বাংলায় টাকা নেই, মানুষ কী প্লাস্টিক খাবে ? এই পরিস্থিতি বেশিদিন চলতে পারে না ৷ ১১ দিনে ২ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার জিডিপি নষ্ট হয়েছে ৷ এভাবে দেশ চলতে পারে না ৷  খালি বিজেপির নাম করে জন ধন যোজনা হচ্ছে ৷ দেশের মানুষ মরছে, আর বিজেপি ফুলে ফেঁপে উঠছে ৷ এটা চলতে পারে না ৷ দেশটাকে দেউলিয়ার পথে ঠেলে দিচ্ছে বিজেপি ৷ ৭২ ঘণ্টা সময় দিয়েছি ৷ সময় শেষ হলেই অন্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেই আন্দোলনের পথ ঠিক করব ৷ আমি যা বলি তা করে দেখাই, এটাই আমার ক্রেডেনশিয়াল !’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘‘ মানুষ কি মোদির প্লাস্টিক খাবে এবার ?? ’’ : মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল