TRENDING:

লকডাউনের জন্য বাজারে শিশু খাদ্যের যোগান কমছে ! সমস্যায় বাবা-মায়েরা !

Last Updated:

মজুত থাকলেও যোগান পাচ্ছেন না সাধারণ মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনা  থাবা বসিয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। শিশু পথ্যেও থাবা বসিয়েছে এই করোনা। লকডাউন ঘোষণার পর থেকেই , আতঙ্কে গাড়ির ড্রাইভার ,খালাসি থেকে আরম্ভ করে মুটে মজুরের বেশিরভাগই তাদের গ্রামের বাড়িতে চলে গেছে। যার ফলে মাল মজুত থাকলেও যোগান পাচ্ছেন না সাধারণ মানুষ।  শিশু খাদ্য একটা আবশ্যিক দ্রব্যের মধ্যে পড়ে। আমাদের দেশে বহু শিশু আছে যারা ঠিকমতো মাতৃদুগ্ধ পায় না। যার ফলে সেই শিশুকে খাওয়ানোর প্রয়োজন  হয় কৃত্রিম দুধের। ছোট শিশুদের বেশ কিছু গুঁড়ো দুধ যেমন নান ,সেরেলাক, ল্যাকটোজেন, ইত্যাদি জাতীয় খাদ্য খাইয়ে থাকে বাবা মায়েরা।
advertisement

বেশ কিছু শিশুর বাবা মায়ের সঙ্গে কথা বলে জানা গেল ওই শিশু পথ্য গুলো পেতে গেলে তাদেরকে অনেকটা বেগ পেতে হচ্ছে। একই দোকানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে না। নইলে আগে থেকে দোকানে অর্ডার দিয়ে রাখতে হচ্ছে।  এই বিষয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা জানান, তাদের কাছে যতটুকু ছিল ,ততটুকু সবাইকে দিয়েছেন। মূলত ডিস্ট্রিবিউটর কিংবা হোলসেলাররা আসছেন না। তাদের কাছে ফোন করলেও কোন ভাবে মালপত্র সরবরাহ করতে রাজি হচ্ছেন না। যার ফলে বাজারে অন্ততপক্ষে ৪০% বেবি ফুড এর কম সরবরাহ রয়েছে।  খোঁজ নিয়ে দেখা গেল বেশিরভাগ ডিস্ট্রিবিউটর হাউসগুলো বন্ধ রয়েছে। বড়বাজারে বাগরি মার্কেট ও মেহতা বিল্ডিংএ , যে সমস্ত বেবি ফুড এর পাইকারি বিক্রেতা রয়েছেন ।তাদের বক্তব্য, করোনা আক্রমণের ফলে শ্রমিকরা বাড়ি চলে গেছে ।যার জন্য গুদাম থেকে মালপত্র বের করার শ্রমিক পাওয়া যাচ্ছে না। এছাড়াও পরিবহন বন্ধ থাকার জন্য শ্রমিকরা কাজে আসতে পারছেন না।  পাইকারি বিক্রেতারা আরও জানান ,অন্য কোন গাড়িতে করে নিয়ে আসতে গেলে এবং অন্য কোন শ্রমিকদের দিয়ে মাল বহন করাতে গেলে তাতে অনেক বেশি খরচ পড়ে যাচ্ছে। বেবি ফুড খুব কম লাভে বিক্রি হয়। তাতে অনেকটা বেশি খরচ। লভ্যাংশ থাকছে না। প্রয়োজনে ক্ষতির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। বেবি ফুড এর গায়ে লেখা দাম এর থেকে বেশি নিলেই , সরকারি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সরকার। যার ফলে ঐ সমস্ত পাইকারী বিক্রেতারা বেবি ফুড আনতেও সাহস করছে না।  এইভাবে যদি লকডাউন চলতে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি বাজারে শিশু খাদ্যের ভয়ঙ্কর অভাব দেখা দেবে। বিশেষ করে খুব অসুবিধায় পড়বেন সদ্য জাত থেকে ১বছরের মধ্যে শিশুরা। আর সেই চিন্তাতেই কপালে ভাঁজ পড়েছে শিশুদের বাবা-মার।  দোকানদার এবং পাইকারি বিক্রেতাদের দাবি, সরকার যাতে এই অত্যাবশ্যকীয় জিনিসগুলি  সরবরাহের জন্য,পরিবহনের ব্যবস্থা করেন। তাতে সমস্যায় পড়বেন না কেউ।

advertisement

SHANKU SANTRA

বাংলা খবর/ খবর/কলকাতা/
লকডাউনের জন্য বাজারে শিশু খাদ্যের যোগান কমছে ! সমস্যায় বাবা-মায়েরা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল