TRENDING:

হুহু করে বাড়ছে আলুর দাম ! প্রভাবশালী ব্যক্তিরা আলুর বন্ড না ছাড়লে, দাম কমবে না !

Last Updated:

সমাজের কিছু আর্থিক প্রভাবশালী মানুষ রয়েছে,যারা আলুর বন্ড কিনে ,আটকে রেখেছে। তারা ওই বন্ড ছাড়ছে না। যার ফলে হিম ঘরে আলু আটকে রয়েছে। স্বাভাবিক কারণে আলুর দাম বেড়ে রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা:বাজারে আলুর দাম কমার সম্ভাবনা নেই।জ্যোতি আলু ১৮৫০ টাকা বস্তা পাইকারি দর,পোখরাজ ১৭৭০ টাকা, চন্দ্রমুখী আলু ১৯৫০ টাকা, হিসাবে প্রতি বস্তা পাইকারি দরে (৫০ কেজি) বিক্রি হচ্ছে। খুচরো বিক্রেতারা আলু বিক্রি করে তেমন লাভবান হচ্ছে না। কারণ দাম বেশি হওয়ার জন্য আর্থিক লগ্নি বেড়ে যাচ্ছে ব্যবসায়ীদের।সেই তুলনায় লাভ কম।এছাড়া বস্তাতে কাটা আলু ও নষ্ট আলু থাকছেই।
advertisement

আলুর এত দামের কারণ হিসাবে, পোস্তা বাজারের পাইকারি বিক্রেতা সুরজ প্রসাদ বলেন,আলু চাষের জন্য রাজ্যের বাইরের বীজ আলু প্রতি বছর আসত। এ বছর সেই বীজ আলুর দাম ৮৫০০ - ১০০০০ টাকা কুইন্টাল। যার কেজি প্রতি দাম পড়ছে ৮৫-১০০ টাকা। বীজ আলুর দাম এত বেশি হওয়ার জন্য, চাষীরা তাদের নিজের গচ্ছিত আলু - বীজ আলু হিসাবে ব্যবহার করছে।তাই বাজারে আলু অভাব পড়ার এর একটি কারণ। নতুন আলু না ওঠার ফলে, বাজারে আলুর অভাব রয়েছে।

advertisement

হাতিবাগান বাজারে এক ক্রেতা বলেন ,' আলু কোথাও আটকে আছে কিনা দেখতে হবে '।গতকাল চিংড়ি হাটা মাছ বাজারে চা - চক্রে এসে বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ অভিযোগ করেন,' যে আলু চাষীরা বিক্রি করেছেন ৫ টাকা কেজি দরে,সেই আলু চাষীরা আবার কিনছে ৪০ টাকা কেজি দরে'।তিনি এও বলেন ' দিদির ভাইয়েরা আলুর বন্ড কিনে গুছিয়ে রেখেছে।তারা না ছাড়ার ফলে আলুর দাম বৃদ্ধি হচ্ছে '।

advertisement

তবে সিঙ্গুর,তারকেশ্বর,আরাম বাগ ইত্যাদি বিস্তীর্ণ এলাকাতে ঘুরলে পরিস্কার ভাবে জানা যায়, - সমাজের কিছু আর্থিক প্রভাবশালী মানুষ রয়েছে,যারা আলুর বন্ড কিনে ,আটকে রেখেছে।তারা ওই বন্ড ছাড়ছে না।যার ফলে হিম ঘরে আলু আটকে রয়েছে।স্বাভাবিক কারণে আলুর দাম বেড়ে রয়েছে।

এই বিষয়ে টাস্ক ফোর্সের বক্তব্য,- কেন্দ্র অত্যাবশকীয় পণ্য আইন থেকে,আলু, পেয়াঁজ এর মত দ্রব্য বাদ দিয়েছে।যায় ফলে মজুতের ঊর্ধ্ব সীমা সম্পর্কে কোনো বিধি নিষেধ নেই।রাজ্য সরকার তাই কোনো পদক্ষেপ নিতে পারছে না।

advertisement

টাস্ক ফোর্সের সদস্য, - রবীন্দ্রনাথ কোলের কথায়, -  ' আলু প্রতিদিন ভিন রাজ্যে রপ্তানি হচ্ছে।উত্তর প্রদেশ,দিল্লিতে আলু ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যার ফলে বেশ কিছু আলু ব্যবসায়ীরা ভিন রাজ্যে বেশি দামে আলু বিক্রি করে দিচ্ছে।

তবে পেঁয়াজের দাম আগের থেকে কিছুটা কমলেও, আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।ভিন রাজ্য থেকে পেঁয়াজের গাড়ি কম আসছে।এখন শুধু মহারাষ্ট্র থেকে পেঁয়াজ আসছে। গতকাল ১৮০০ থেকে ২২০০ টাকা প্রতি বস্তা ( ৪০ কেজি ) পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে।যতদিন পর্যন্ত এ রাজ্য ও ভিন রাজ্যের নতুনপেঁয়াজ না উঠবে। ততদিন পেঁয়াজর দাম বেশি থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

SHANKU SANTRA 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
হুহু করে বাড়ছে আলুর দাম ! প্রভাবশালী ব্যক্তিরা আলুর বন্ড না ছাড়লে, দাম কমবে না !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল