আগেই ছিল এই নিয়ম যার সুবিধা এই বছর পাচ্ছেন ২৭ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। এই একই নিয়মে এখনও পর্যন্ত ১০১ জন বন্দি মুক্তি পেয়েছেন আগেই। এই ২৭ জন বন্দির মধ্যে রয়েছেন দুজন মহিলা বন্দি। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি হয়েছেন সাজাপ্রাপ্ত বন্দিরা এবং সাধারণ মানুষও। রাজ্য কারা দপ্তরের ডিজি অরুন গুপ্ত জানিয়েছেন যে "আমাদের তালিকায় আরো ৪০ জন বন্দি রয়েছে। এরা সকলেই নিয়মিত সংশোধন প্রক্রিয়া সঙ্গে যুক্ত এবং এদের ব্যবহার খুব ভাল হওয়ায়, এদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।" কারাগারের ধারণা একটু একটু করে বদলেছে, কারাগার হয়েছে সংশোধনাগার। আর সেই সংশোধনাগারের অন্যতম উধারণ নাইজেল আকারা। বন্দি জীবন থেকেই আজ অনেকেই দেখছেন সুস্থ জীবনের মুখ। অনেকেই কারাগারে বসে পরীক্ষা দিয়ে সুধরে নিচ্ছেন নিজের জীবন। সত্যিই বদলের পথে হাঁটছেন সকলে।
advertisement
SHALINI DATTA