TRENDING:

কারা দফতরের সিদ্ধান্তে ২৭ জন যাবজ্জীবন বন্দির সাজা মাফ !

Last Updated:

এই নিয়ম মেনেই এখনও পর্যন্ত ১০১ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়ে গেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভুল তো মানুষ মাত্রই হয়।  কিন্তু সে ভুলের মাশুল যে সারা জীবন ধরে দিয়ে যেতে হয়। কিন্তু কখনও সেই ভুলের মাশুল কিছুটা কম দিতে হতে পারে।  ফৌজদারি কার্যবিধি ৪৩২ নম্বর ধারা অনুযায়ী যেসকল সাজাপ্রাপ্ত বন্দিদের জেলে ব্যবহার ভাল, রাজ্য সেনটেন্স রিভিউ বোর্ড যে টি রাজ্য স্বরাষ্ট্র দফতরের সচিব এবং সংশোধন দফতরের কর্তাদের নিয়ে তৈরি হয়, তারা এই বন্দি দের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement

আগেই ছিল এই নিয়ম যার সুবিধা এই বছর পাচ্ছেন ২৭ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি।  এই একই নিয়মে এখনও পর্যন্ত ১০১ জন বন্দি মুক্তি পেয়েছেন আগেই।  এই ২৭ জন বন্দির মধ্যে রয়েছেন দুজন মহিলা বন্দি। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি হয়েছেন সাজাপ্রাপ্ত বন্দিরা এবং সাধারণ মানুষও। রাজ্য কারা দপ্তরের ডিজি অরুন গুপ্ত জানিয়েছেন যে "আমাদের তালিকায় আরো ৪০ জন  বন্দি রয়েছে। এরা সকলেই নিয়মিত সংশোধন প্রক্রিয়া সঙ্গে যুক্ত এবং এদের ব্যবহার খুব ভাল হওয়ায়, এদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।" কারাগারের ধারণা একটু একটু করে বদলেছে, কারাগার হয়েছে সংশোধনাগার। আর সেই সংশোধনাগারের অন্যতম উধারণ নাইজেল আকারা। বন্দি জীবন থেকেই আজ অনেকেই দেখছেন সুস্থ জীবনের মুখ। অনেকেই কারাগারে বসে পরীক্ষা দিয়ে সুধরে নিচ্ছেন নিজের জীবন। সত্যিই বদলের পথে হাঁটছেন সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

SHALINI DATTA

বাংলা খবর/ খবর/কলকাতা/
কারা দফতরের সিদ্ধান্তে ২৭ জন যাবজ্জীবন বন্দির সাজা মাফ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল