খাবারে বাধা নয়, SSC ভবনে জল-তরমুজে আন্দোলনকারীদের মানবিক মুখ, দিলেন কোন আশ্বাস?
দফতর সূত্রে খবর, এই মর্মে ইতিমধ্যেই বিভিন্ন জেলার স্কুল পরিদর্শকদের (ডিআই) উদ্দেশে ইমেল করা হয়েছে। উদ্দেশ্য একটাই— দ্রুত নির্দিষ্ট বিদ্যালয়গুলিতে সেই তালিকা পাঠিয়ে দেওয়া এবং সমস্ত নিয়োগ সংক্রান্ত তথ্য আপডেট রাখা। কমিশনের তরফে প্রাপ্ত তালিকা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে জেলা পরিদর্শকদের। জানা যাচ্ছে, এই যোগ্য তালিকায় নাম থাকা শিক্ষক-শিক্ষিকারাই পাবেন বেতন।
advertisement
ফ্রিজে জমে উঠছে বরফের পাহাড়? করুন এই ‘ছোট্ট’ কাজ…! বার বার পরিষ্কারের ঝামেলা থেকে মুক্তি সহজেই!
এই তালিকা DI অফিসে চূড়ান্ত ভাবে যাওয়ার আগে, তালিকা ভেরিফাই করতে আন্দোলনকারীদের প্রতিনিধিরা ভেতরে গিয়েছেন। এসএসসি ভবনে ঢুকতে দেখা যায় ১১ জনকে। যোগ্য শিক্ষকদের তালিকা পাঠানো হচ্ছে কি না এতেই জানা যাবে। একইসঙ্গে তাঁদের তরফে দেখা হবে ওই তালিকায় অযোগ্যদের বাদ রাখা হয়েছে কি না।
জবা গাছে ফুল আসে না? ১৫ দিন অন্তর এই ‘কালো’ জিনিস দিন গোড়ায়…! ফুল রাখার জায়গা পাবেন না!
স্কুল পরিদর্শকদের হাতে যোগ্য তালিকা পৌঁছনোর পর তা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতে পাঠিয়ে দেওয়া হবে বলে দফতর সূত্রে জানানো হয়েছে। ফলে স্কুল স্তরে থাকা বহু শিক্ষক-শিক্ষিকাই এবার স্পষ্টভাবে জানতে পারবেন, তাঁদের অবস্থান ঠিক কোথায়।
আগামী বুধবারের মধ্যে স্কুল শিক্ষা দফতরে পাঠানো হবে ‘বৈধ’ শিক্ষকদের তালিকা
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর এসএসসি জানায় ,তাদের তরফে তৈরি করা তালিকা বুধবারের মধ্যে পাঠানো হবে স্কুল শিক্ষা দফতরে। তবে সেই তালিকা তিনটি ফেজ়-এ (পর্যায়ে) পাঠানো হবে।
সহপ্রতিবেদন- অমিত সরকার