মিউজিক থেরাপি। বর্তমানে নতুন এই থেরাপির মাধ্যমে মানসিক ভাবে সুস্থ করে তোলা হচ্ছে বহু রোগীদের। তাই রাজ্যের স্বাস্থ্য দফতর আগামী দিনে এই মিউজিক থেরাপির সহযোগিতায় সুস্থ করে তুলতে চাইছেন জেলা হাসপাতালে আসা রোগীদের। সম্প্রতি স্বাস্থ্য ভবনের এক নির্দেশিকায় জানানো হয়েছে, বহির্বিভাগে আসা রোগীদের জন্য একটি ১০৮ সেন্টিমিটার মাপের টেলিভিশন স্ক্রিন ইন্সটল করা হয়। মূলত বহির্বিভাগে অপেক্ষারত রোগীরা যাতে দূর থেকেও এই টেলিভিশন দেখতে এবং শুনতে পান তার জন্যই এই ব্যবস্থা রাজ্য স্বাস্থ্য দফতরের। বহির্বিভাগে চিকিৎসা করাতে এসে সঙ্গীত শুনলে মন ভাল হয়ে যাওয়ার বিষয় আগেই প্রমাণিত। এবার সেই বিষয়ের উপরেই জোর দিচ্ছে স্বাস্থ্য ভবন।
advertisement
আরও পড়ুন: উত্তরোত্তর বাড়ছে ‘আই ফ্লু’-র সংক্রমণ; কী কী সতর্কতা অবলম্বন করা আবশ্যক?
আরও পড়ুন: রেলের এক ভুলেই আজ একটা আস্ত ট্রেনের মালিক লুধিয়ানার কৃষক! এও কি সম্ভব?
এখানেই শেষ নয়, প্রতিটি জেলা হাসপাতালের জন্য দুটি করে মিউজিক সিস্টেম বরাদ্দ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। জেলা হাসপাতালের মহিলা এবং পুরুষ ইনডোর ওয়ার্ডে ইন্সটল করা হবে এই মিউজিক সিস্টেম গুলি। সময় সময় রোগীদের শোনানো হবে নানা সঙ্গীত। আর এর মাধ্যমেই চলবে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, “পরিকল্পনা ছিল বহু দিনের এবার বাস্তবায়নের পথে মিউজিক থেরাপি। তবে জেলা হাসপাতাল গুলিতে মিউজিক থেরাপি বিশেষজ্ঞ থাকলে কাজটা আরও সহজ হবে। তবে এক কথায় রাজ্যের অত্যন্ত ভাল উদ্যোগ এই মিউজিক থেরাপি। “