TRENDING:

ঝাড়খণ্ড ঘুষ-কাণ্ডে নয়া মোড়, এবার খোদ অভিযোগকারীর বিরুদ্ধে তদন্তে সিবিআই

Last Updated:

গত জুলাই মাসে কলকাতায় ৫০ লক্ষ টাকা সহ ধরা পড়েন ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমার। অমিত আগরওয়াল নামে এক ব্যবসায়ী অভিযোগ আনেন ঝাড়খণ্ড হাইকোর্টে তাঁর বিরুদ্ধে থাকা একটি জনস্বার্থ মামলা তুলে নেওয়ার জন্য তাঁর কাছে ১০ কোটি টাকা দাবি করেছিলেন রাজীব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া 'ঘুষ' মামলায় খোদ অভিযোগকারীর বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করল সিবিআই। সূত্রের খবর, ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে এই ঘুষ কাণ্ডে প্রাথমিক অনুসন্ধান শেষ করে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement

গত জুলাই মাসে কলকাতায় ৫০ লক্ষ টাকা সহ ধরা পড়েন ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমার। অমিত আগরওয়াল নামে এক ব্যবসায়ী অভিযোগ আনেন, ঝাড়খণ্ড হাইকোর্টে তাঁর বিরুদ্ধে থাকা একটি জনস্বার্থ মামলা তুলে নেওয়ার জন্য তাঁর কাছে ১০ কোটি টাকা দাবি করেছিলেন রাজীব। এই বিষয়ে কোটি টাকায় রফা হয় বলে সূত্রের খবর। এরপরেই রাজীবকে ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন বলে দাবি করেছিলেন অমিত।

advertisement

আরও পডুন: বিমানের সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় বড় শাস্তির ঘোষণা, ৩০ লক্ষ টাকা জরিমানা এয়ার ইন্ডিয়ার

পরে হেয়ার স্ট্রিট থানায় রাজীবের বিরুদ্ধে ঘুষ নেওয়া, ভয় দেখানো, হুমকি সহ একাধিক অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন অমিত। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হেয়ার স্ট্রিট থানা। গ্রেফতার করা হয় রাজীবকে।

advertisement

পরে অমিতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত রাজীব। আদালতে তিনি দাবি করেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এরপরই আদালতের নির্দেশে  প্রাথমিক তদন্ত শুরু করে সিবিআই।

আরও পড়ুন: বড় খবর! মাধ্যমিকের সময়সূচি বদল! মধ্যশিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত! জানুন পরিবর্তিত রুটিন

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অমিত আগরওয়াল ও হেয়ার স্ট্রিট থানার তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর তথ্য সামনে এসেছে। তাই তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।

advertisement

উল্লেখ্য, গত নভেম্বর মাসে এই ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়ি ও অফিসে অভিযান করে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছিল একাধিক নথি। অভিযোগ ছিল, এই অমিত বেআইনি কয়লা খনন চক্রের সঙ্গে যুক্ত। তদন্ত শুরুর পর রাতে অমিত আগরওয়ালের বাড়িতে হানা দেয় সিবিআই। অভিযোগকারী অমিত ছাড়াও এর নেপথ্যে কাদের যোগ রয়েছে পুরো বিষয় তদন্ত করে দেখতে চাইছে সিবিআই।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ঝাড়খণ্ড ঘুষ-কাণ্ডে নয়া মোড়, এবার খোদ অভিযোগকারীর বিরুদ্ধে তদন্তে সিবিআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল