গত সপ্তাহেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন স্কুলের থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর চাওয়া হয়েছে। শুধু তাই নয় স্কুল গুলিকে পাঠানো নির্দেশিকা স্পষ্টভাবেই জানানো হয়েছিল যদি কোন স্কুল নম্বর পরিবর্তন করেন বা নম্বর দেওয়ার ক্ষেত্রে গাফিলতি হয় তাহলে সেই স্কুলের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেবে পর্ষদ। সেই মোতাবেক এবার কলকাতা সংলগ্ন একটি স্কুলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ বলেই সূত্রের খবর। অভিযোগ একটি নির্দিষ্ট স্কুল বেশকিছু ছাত্র-ছাত্রীদের নম্বর বাড়িয়ে তথ্য পাঠিয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদ সেই তথ্য পাঠানো মাত্রই আধিকারিকদের সন্দেহ হয়। সংশ্লিষ্ট সেই স্কুলের থেকে ইতিমধ্যেই তথ্য চাওয়া হয়েছে বলেই জানা গেছে।
advertisement
অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই নির্দিষ্ট ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে স্কুল গুলিকে নবম শ্রেণির পরীক্ষার নম্বর দেওয়ার জন্য। পর্ষদ সূত্রে জানা গেছে ৭৮৮২ টি স্কুল ইতিমধ্যেই পর্ষদের দেওয়া ওয়েবসাইটে লগইন করে তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। যার মধ্যে প্রায় ৪ লক্ষ ২৮ হাজার ছাত্র-ছাত্রীর নম্বর জমা পড়েছে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার। আগামী ২৪ শে জুন পর্যন্ত সময় সীমা রয়েছে পর্ষদের ওয়েবসাইট মারফত নম্বর আপলোড করার। অন্যদিকে পর্ষদের ধারণা নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলগুলি নম্বর জমা দিয়ে দিলে জুলাই মাসের শেষের দিকে মাধ্যমিকের ফলাফল বের করা সম্ভব।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়