রবিবার সকালে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ছ’জনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোর বিরুদ্ধে। আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। মৃত আমিনুল রহমানের পরিবারের তরফে পরিচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। সেই গাড়িতে ছিলেন অভিনেত্রী ঋ। কিন্তু দুর্ঘটনার পর তাঁকে আর দেখা যায়নি। সেখানেই তাঁর বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এবার এই ব্যাপারে মুখ খুলেছেন তিনি।
advertisement
অন্যদিকে, ইউটিউবার স্যান্ডি সাহার দাবি, আমরা বারণ করেছিলাম মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে কিন্তু কারও কথা শোনেনি। আমার পরিবারেরও কারও সঙ্গে এরম দুর্ঘটনা ঘটতে পারত। যতই আমার পরিচালক হোক, পুলিশ তদন্ত করছে, আমি চাই শাস্তি হোক।
আরও পড়ুনঃ ৫০০ মিলি জলে মিশিয়ে নিন হেঁসেলের ৩ জিনিস, বিনা খরচে ৭ দিনেই ম্যাজিক ফল! ফুলে ফুলে ভরবে গাছ
প্রসঙ্গত, শনিবার রাতে একটি পানশালায় সিরিয়ালের সাকসেস সেলিব্রেট করতে গিয়েছিলেন পরিচালক সিদ্ধান্ত দাস, বেসরকারি চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। এরপর মধ্যরাতে সেখান থেকে জোকায় একজনের বাড়িতে যান। সেখান থেকে একটি গাড়িতে সিদ্ধান্ত, ঋ ও শ্রিয়া বেরোন। এরপরই ঠাকুরপুকুরের জনবহুল বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।