গত মাসেই মুর্শিদাবাদের বড়ঞাঁর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআইয়ের বিশেষ দল৷ চলে তল্লাশি৷ অভিযোগ, সেই সময়েই জিজ্ঞাসাবাদের ফাঁকে নিজের ২টি অ্যান্ড্রয়েড ফোন বাড়ির পিছনের পুকুরে ছুঁড়ে ফেলে দেন৷ যা নিয়ে রীতিমতো হুলস্থূল পড়ে যায় গোটা রাজ্যে৷ পুকুরের জল ছেঁচে, জেসিবি মেশিন এনে ৩ দিনের চেষ্টায় উদ্ধার হয় জীবনকৃষ্ণের ২ টি ফোন৷
advertisement
আরও পড়ুন: নীল ফরাশের উপরে সার সার সাদা তাঁবু, অভিষেকের নবজোয়ার যাত্রায় নজর কাড়ছে এই ছাউনিতলা
উদ্ধার হওয়ার পরে জীবনকৃষ্ণের ফোন ২টি বাজেয়াপ্ত করে সিবিআই। সেই ফোনেই মিলেছিল ১০০-রও বেশি অডিও ক্লিপস। সেগুলির ভয়েস স্যাম্পল টেস্ট করানোর জন্য পাঠানো হয় দিল্লিতে। ফরেন্সিক পরীক্ষার জন্য দিল্লিতে পাঠানো হয়েছিল ওই দুটো মোবাইলও। সূত্রের খবর, এবার সেই ফোন থেকে পুনরুদ্ধার করা হল মুছে ফেলা তথ্য।
অভিযোগ, সিবিআইয়ের হাতে ধৃত বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিজের দুটি মোবাইল ফোন থেকে প্রচুর ডাটা ডিলিট করেছিলেন। জীবনের ২টি অ্যানড্রয়েড মোবাইল ফোন পরীক্ষার পরে CBI অফিসারদের তেমনটাই জানিয়েছিলেন দিল্লির ফরেন্সিক অফিসারেরা।
জানা গিয়েছে, সিবিআই তল্লাশির অনেক আগেই, এসএসসি দুর্নীতি মামলার তদন্ত শুরু হওয়ার পর পরই ছবি, কথোপকথন মোবাইল ফোন থেকে ডিলিট করতে শুরু করেছিলেন জীবনকৃষ্ণ। তবে সিবিআই-এর দাবি জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইল ফোনে থেকেই ১০০ পার্সেন্ট ডাটা retrive(পুনরুউদ্ধার ) করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: ‘তোমার গলা ভেঙে গেছে, ক’দিন বিশ্রাম নাও’, অভিষেককে স্নেহের বকুনি মমতার
সিবিআই সূত্রের খবর, দুটি মোবাইল থেকেই প্রচুর কনভার্সেশন ও ছবি ডিলিট করা হয়েছিল যা পুনরুদ্ধার হয়েছে। জীবনের কাছ থেকে কোথায় কোথায় এই দুর্নীতির টাকা গিয়েছে তার গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে পুনরুদ্ধার করা ডিলেটেড ডেটা থেকে।
ARPITA HAZRA