আরও পড়ুন: সর্পদেবী মনসার অকাল পুজো, সেই থেকে এই দ্বীপে আর কেউ সাপের ছোবলে মরেনি!
আপার প্রাইমারি বা ২০১৭ ডিএলএড বঞ্চিত চাকরিপ্রার্থীরা বেশ কয়েক মাস আগে থেকেই কলকাতায় শহিদ মিনারে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্নায় বসেছে। কিন্তু ২০২২ সালের টেট পাস চাকরিপ্রার্থীরা এতদিন শুধুমাত্র হাজরা মোড় অভিযান বা মধ্য কলকাতায় মিছিলের মাধ্যমেই তাঁদের প্রতিবাদ জানিয়ে আসছিলেন। অবশেষে তাঁরা বিকাশ ভবনের কাছে ধার্ণায় বসলেন।
advertisement
বিকাশ ভবনের কাছাকাছি কোনও একটি জায়গায় তাঁদের ধর্না মঞ্চ করতে দেওয়া হোক, আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা এই জানালে তা খারিজ করে দেয় পুলিশ। এরপর তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত ১ থেকে ৪ ফেব্রুয়ারি তাঁদের করুণাময়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ভিডিওকন মাঠে ধর্নায় বসার অনুমতি দেয়। এদিন করুণাময়ী বাস টার্মিনাস থেকে মিছিল করে আন্দোলনকারীরা ধর্না মঞ্চে আসেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিকে আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। তাই ধর্নামঞ্চ থেকে মাইকিং বা স্লোগান তোলা হবে না বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। ফলে প্রতিবাদ হবে সাইলেন্ট। তাঁদের দাবি, শীর্ষ আদালতে নিয়োগের জট কেটে গিয়েছে। রাজ্য সরকারও জানিয়েছে ৫০ হাজার শূন্য পদ আছে। তাও কেন তাঁরা ইন্টারভিউ বা নিয়োগ পত্র হাতে পাচ্ছেন না?
রুদ্রনারায়ণ রায়