স্থানীয়রা জানিয়েছেন, বেলা ১২টা নাগাদ আচমকা আগুন লাগে বস্তিতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি। বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখাট আতঙ্কে ছড়িয়েছে পাশের বহুতলেও। ইতিমধ্যেই ঝুপড়ি থেকে একাধিক সিলিন্ডার ব্লাস্টের শব্দও শোনা গিয়েছে। একাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS: দলে চমকে দেওয়া ২ বদল! শেষ ২ টেস্টের দল ঘোষণা করে দিল বোর্ড
আগুনের ভয়াবহ রুপ দেখে আতঙ্কে ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকাতেও। দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে তা ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। বস্তিতে এখনও আটকে রয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার কাজ। পুলিশ ও দনকলের সঙ্গে হাত লাগিয়েছে স্থানীয়রাও। পাশের বহুতল থেকেও নেওয়া হয়েছে নিরাপত্তাজনতি ব্যবস্থা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2024 1:50 PM IST