গত সপ্তাহ থেকে জ্বরে ভুগছিলেন কুষ্টিয়ার একাদশ শ্রেণির ছাত্রী । বুধবার রাতে মৃত্যু হয় ওই তরুণীর। ঘটনা জানাজানি হতেই, বৃহস্পতিবার সকাল থেকে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের দাবি, পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে সঠিক চিকিৎসা হয়নি ওই ছাত্রীর। ডেঙ্গিতে মৃত্যু হওয়া সত্ত্বেও ধামাচাপা দিতে ডেথ সার্টিফিকেটে কিডনি ও কার্ডিয়াক অ্যারেস্টের মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয়েছে। এই অভিযোগে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালায় তারা।
advertisement
যদিও ছাত্রীর পরিবারের দাবি, জ্বর হওয়ার পরে একবারই ওই স্বাস্থ্যকেন্দ্রে তরুণীর রক্ত পরীক্ষা হয়েছিল। এলাকার অন্য এক চিকিৎসকের পর্যবেক্ষণেই ছিলেন ওই ছাত্রী। ভাঙচুরের ঘটনায় পরিবার কেউ জড়িত নয় বলেও স্পষ্ট জানানো হয়েছে।
ভাঙচুরের ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় সিপিএম নেতা সুব্রত চক্রবর্তীর।যদিও সুব্রত নিজে এই অভিযোগ অস্বীকার করেছে। ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফৈয়জ আহমেদ খানের অভিযোগ, ডেঙ্গি নিয়ে অযথা রাজনীতি হচ্ছে।
তিলজলা ও তপসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।