সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত বলেছিলেন, ‘আমরা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করব, যেখানে নির্বাচন হয়নি সেখানে কেন ইউনিয়ন রুম খোলা থাকবে। আমাদের ইউনিভার্সিটিতে তো আমরা সব ইউনিয়ন রুম বন্ধ রেখেছি’।
দু-দিন আগেই গত সোমবার কসবার ল কলেজের পড়ুয়ারা বেশ কিছু অভিযোগ তুলে ধরেছিলেন সংবাদমাধ্যমের কাছে। উপাধ্যক্ষকে তাঁদের ডেপুটেশন দিতে চেয়েছিলেন, যদিও সেদিন নয়না চট্টোপাধ্যায় আসেননি৷ উল্লেখ্য সেদিন না এলেও পরের দিনই জেনারেল বডির মিটিং করেন উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন : এই জংলি গাছই পোকা খাওয়া দাঁতব্যথার ওষুধ! জব্দ মাড়ি থেকে ঝরা রক্ত! কর্পূরের মতো উবে যাবে মুখের পচা গন্ধ, ঘা
১.) ‘পড়াশোনা বাদে সব হয় আমাদের কলেজে’
২.) ‘কলেজে আই কার্ড দেখে প্রবেশ করান হয় না পড়ুয়াদের’
৩.) ‘শুধু মাত্র কলেজ গেটেই একটি মাত্র সিসি টিভি রয়েছে, আর কোথাও নেই’
৪.) ‘নিরাপত্তা কোথায়’?
৫.) ‘কলেজের রাজনীতি মুক্ত হোক’
গত সোমবার এই রকমই একাধিক দাবি নিয়ে পড়ুয়ারা একজোট হয়েছিলেন কলেজে। কোনও লাভ হয়নি। সেদিন কলেজে আসেননি নয়না চট্টোপাধ্যায় তথা কসবা ল কলেজের উপাধ্যক্ষ। বুধবার ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গে দেখা করতে এলেন তিনি। তবে আজও তিনি নির্বাক৷