স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি তাপমাত্রার পারদ নেমেছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ৷ তবে আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আগামীকাল, রবিবার থেকে থমকে যেতে পারে শীতের আমেজ ৷ পশ্চিমী ঝঞ্জার কারণে কমতে পারে ঠাণ্ডা ৷ আজ রাতে সিকিমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ দার্জিলিং-সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
advertisement
আজ কোচবিহারে তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি, জলপাইগুড়ি ১৪.৬ ডিগ্রি, মালদহ ১৬.২ ডিগ্রি, বহরমপুর ১৩.২ ডিগ্রি, কৃষ্ণনগর ১২.২ডিগ্রি, শ্রীনিকেতন ১০.৯ ডিগ্রি, বাঁকুড়া ১২.৭ ডিগ্রি, বর্ধমান ১৪.৬ ডিগ্রি, আসানসোল ১২.৬ ডিগ্রি, দিঘা ১৩.৩ ডিগ্রি এবং ডায়মন্ডহারবারের তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2017 11:20 AM IST