ভর দুপুরে ঠাঠা রোদ হলেও বিকেল থেকেই মনোরম ঠাণ্ডা হাওয়ায় গত কয়েকদিন ধরেই আবহাওয়া ছিল বেশ আরামদায়ক ৷ গতকালের বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে তাপমাত্রাও কমে গিয়েছে অনেকটাই ৷ আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮.৮ মিমি ৷
আরও পড়ুন: গত চার বছরে সর্বোচ্চ পেট্রোলের দাম, অগ্নিমৃূল্য ডিজেলও
advertisement
হওয়া অফিস জানিয়েছে , গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি ৷ যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ৷ অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি ৷ এই তাপমাত্রা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার তুলনায় ৫ ডিগ্রি কম ৷
আরও পড়ুন: আজ থেকে চালু হল রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্প, জেনে নিন কিভাবে পাবেন এর সুবিধা ?
বিহার ও ওড়িশায় তৈরি নিম্নচাপ অক্ষরেখার জেরে বিহার, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে ৷ এর জেরেই রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প ৷ ফলে প্রায় রোজই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ৷