TRENDING:

'ভুতু' সিরিয়ালের অভিনেত্রী এলফিনার সঙ্গে দুর্ব্যবহার করলেন অ্যাপ ক্যাবচালক

Last Updated:

বারাসতে 'ভুতু' সিরিয়াল খ্যাত অভিনেত্রী এলফিনার সঙ্গে দুর্ব্যবহার করলেন অ্যাপ ক্যাবচালক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারাসত: বারাসতে টেলিভিশন সিরিয়ালের অভিনেত্রী এলফিনা মুখোপাধ্যায়ের সঙ্গে দুর্ব্যবহার করলেন অ্যাপ ক্যাবচালক। জনপ্রিয় সিরিয়াল ' ভুতু'তে 'লেখা'-র চরিত্রে দেখা মিলেছে এলফিনার। জানা গিয়েছে, হৃদয়পুর থেকে দমদম যেতে অ্যাপ ক্যাবে ওঠেন এলফিনা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও দাদা।
advertisement

হৃদয়পুরে ব্যাঙ্কের সামনে দাদা গাড়ি থেকে নামবেন বলে চালককে গাড়ি থামাতে বলেন তিনি। কিন্তু মাঝপথে গাড়ি থামাতে রাজি হননি ক্যাবচালক।

এরপর শুরু হয় অভিনেত্রীর সঙ্গে দুর্ব্যবহার। অভিযুক্ত ক্যাবচালকের নাম রাজুকুমার রায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে,

ওই গাড়িতেই বারাসত থানায় যান অভিনেত্রী। কিন্তু, সবাই যেই গাড়ি থেকে নামেন, অমনি গাড়ি নিয়ে পালিয়ে যান অ্যাপ ক্যাবচালক।

advertisement

রাজুকুমার রায়ের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়র করেছেন এলফিনা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরও পড়ুন-৪২ বছরের সম্পর্কের ছেদ ! দল ছাড়লেন সিপিএমের প্রাক্তন সাংসদ

বাংলা খবর/ খবর/কলকাতা/
'ভুতু' সিরিয়ালের অভিনেত্রী এলফিনার সঙ্গে দুর্ব্যবহার করলেন অ্যাপ ক্যাবচালক