পরিস্থিতি পর্যালোচনা করতে আবার ২ ও ৪ ঠা জুন আলোচনা হবে। তারপরই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। বৈঠকে টেলি সিরিয়ালের সঙ্গে যুক্ত প্রোডিউসার, আর্টিস্ট ফোরামের কর্তাদের পাশাপাশি, ফেডারেশন ও ইম্পার প্রতিনিধিরাও যোগ দেন। প্রোডিউসার অরিন্দম গাঙ্গুলি বলেন, ''শ্যুটিং বন্ধ থাকায়, আঁচ লেগেছে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের গায়ে। সবাই চাইছে যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে। কিন্তু, একই সঙ্গে ভাবাচ্ছে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার বিষয়টিও। উদ্বিগ্ন সরকার। তাই এই পরিস্থিতিতে কীভাবে কত দ্রুত কাজ শুরু করা যায়, তা নিয়ে সকলের মতামত নিতে৷
advertisement
আমরা একসঙ্গে বসেছিলাম। " আরেক প্রোডিউসার শঙ্কর চক্রবর্তীর মতে, শুনছি, কেরল,কর্ণাটক নাকি কাজ শুরু করেছে। ওরা কীভাবে এগোচ্ছে সেটা জানতে হবে শিল্পীরা তো মুখে মাস্ক পরে অভিনয় করবে না।
সেক্ষেত্রে, সামাজিক দূরত্ব কীভাবে মানা যাবে? এসবের সমাধান দরকার। " মন্ত্রী অরুপ বিশ্বাস জানান, '' এখানে সবাই একটা পরিবার। সমস্যা যা আছে, সবাই মিলেই আমরা তা অতিক্রম করব। " ইন্ডাস্ট্রির লোকজন বলছে, বৈঠক থেকে কোন দিশা মিলল না। ফলে, ছোটপর্দার শিল্পী, কলাকুশলীদের সমস্যা মেটারও কোন আশু সম্ভবনা নেই। তারা যে তিমিরে ছিলেন, সেই তিমিরেই রইলেন।