TRENDING:

Telangana Dog incident: ‘বিষ’ ইঞ্জেকশন হাতে ঘুরছে...পথকুকুর ধরছে আর দিয়ে দিচ্ছে! তেলঙ্গানায় ৫০০ কুকুর খুন...ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

প্রথম ২ সপ্তাহে ৫০টি কুকুরের দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে ওই এলাকায়৷ অন্যদিকে, হানমাকোন্ডায়, শ্যামপেটার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই এলাকায় ১১০টি কুকুরের দেহ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে৷ মৃত্যুর কারণ জানতে তার মধ্যে কয়েকটি দেহের ময়নাতদন্ত করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেলঙ্গানা: নতুন বছরের প্রথম ২ সপ্তাহের মধ্যে কমপক্ষে ৫০০টি পথকুকুরকে ‘বিষ’ ইঞ্জেকশন দিয়ে খুন করার ঘটনায় তোলপাড় হায়দরাবাদ৷ সেই রাজ্য তথা দেশের ইতিহাসে এমন হিংস্র প্রাণীহত্যার ঘটনা এর আগে ঘটেনি৷ পথকুকুর হত্যার ঘটনায় তদন্ত প্রক্রিয়া আরও সক্রিয় হতে শুরু করেছে তেলঙ্গানা পুলিশ৷ প্রাথমিক ভাবে কুকুর খুনের ঘটনায় ১৫ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ ধৃতদের মধ্যে হানামকোণ্ডা এবং কামারারেড্ডি জেলার ৭ গ্রামের প্রধানও৷
News18
News18
advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে প্রতিটি গ্রামকে কুকুরের দৌরাত্ম্য থেকে মুক্তির কথা বলা হয়েছিল৷ সেই ‘কুকুর মুক্ত গ্রাম’-এর প্রতিশ্রুতি পালন করতে গিয়েই তারা এই ঘটনা ঘটেছে বলে দাবি৷

আরও পড়ুন : বাংলাদেশ থেকেই আসছে! নদিয়ার এই গ্রামই নিপা ভাইরাসের উৎস…রিপোর্ট দিল কল্যাণী AIIMS, রাজ্যে আক্রান্ত আরও ১

advertisement

ইতিমধ্যেই সামনে এসেছে ভয়ঙ্কর একটি ভিডিও৷ জাগতিয়াল জেলার ধর্মপুরী মিউনিসিপালিটির ওই ভিডিওয় দেখা গিয়েছে, একটি লোক এক কুকুরের শরীরে বিষ ইঞ্জেক্ট করছে৷ সেই ইঞ্জেশন দেওয়ার এক মিনিটের মধ্যেই কুকুরটি মারা যায়৷ ওই রাস্তায় আরও ২টি কুকুরের দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে৷

প্রথম ২ সপ্তাহে ৫০টি কুকুরের দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে ওই এলাকায়৷ অন্যদিকে, হানমাকোন্ডায়, শ্যামপেটার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই এলাকায় ১১০টি কুকুরের দেহ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে৷ মৃত্যুর কারণ জানতে তার মধ্যে কয়েকটি দেহের ময়নাতদন্ত করা হয়েছে৷

advertisement

পুলিশি তদন্তে প্রাণী হত্যায় ১৫ জনকে শনাক্ত করা হয়েছে৷ শ্যামোপেট, আরেপল্লি এবং পলওয়াঞ্চা এলাকায় ৭ গ্রামপ্রধানের সম্প্রতি নির্বাচিত হয়েছেন৷ নির্বাচী প্রতিশ্রুতি পূরণের জন্য তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন: ছড়াতে পারে খেজুরের রস থেকে…ছড়ায় বাদুড়, শূকরে! নিপা ভাইরাসের লক্ষণ অত্যন্ত সাধারণ, কিন্তু মৃত্যুহার মারাত্মক

advertisement

গ্রাম পঞ্চায়েত সচিব এবং কর্মীরা এর জন্য পেশাদার কুকুর ধরার লোক নিয়োগ করেছিলেন বলে জানা গেছে। প্রাণঘাতী ইনজেকশন এবং বিষাক্ত টোপ দিয়ে হত্যাকাণ্ড চালানোর জন্য তিনজন বেসরকারি ঠিকাদারকে নিযুক্ত করা হয়েছিল। হানামকোন্ডা পুলিশের মতে, কুকুরদের ‘অজ্ঞাত বিষাক্ত পদার্থ’ ইনজেকশন দিয়ে জনশূন্য এলাকায় ফেলে দেওয়ার ভয়াবহ দৃশ্য দেখে তদন্ত শুরু হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাজ্যে নিপা ভাইরাস সংক্রমণ, বাঁচতে হলে কী করবেন? সতর্ক থাকার টিপস দিলেন স্বাস্থ্য আধিকারিক
আরও দেখুন

ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারা ৩২৫ (প্রাণী হত্যা বা বিষ প্রয়োগ) এবং প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের অধীনে ১৫ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। কী ধরনের বিষ ব্যবহার করা হয়েছে তা জানার জন্যেও ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Telangana Dog incident: ‘বিষ’ ইঞ্জেকশন হাতে ঘুরছে...পথকুকুর ধরছে আর দিয়ে দিচ্ছে! তেলঙ্গানায় ৫০০ কুকুর খুন...ভয়ঙ্কর কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল