ট্রেনিং এর শুরুতেই অনেকের অভিজ্ঞতা ছিল ভিন্ন। নিজের নিরাপত্তা সুনিশ্চিত করা ও মার্সাল আর্ট শেখানো হয়। বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের শেষ করা হয়। এদিন উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা, অভিনেতা অভিষেক বচ্চন, মিমি চক্রবর্তী, চিত্রাঙ্গদা সিং ও সুজয় ঘোষ।
এদিনের অনুষ্ঠানে কীভাবে নিজের নিরাপত্তা নিজেই সুনিশ্চিত করবেন তা একবার দেখানো হয়। তেজস্বিনী অনুষ্ঠানে কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা জানান এই অনুষ্ঠান আরও বেশি করে দরকার। বেশি সংখ্যক মহিলাকে তেজস্বিনীর আওতায় আনতে স্কুল ও কলেজে প্রকল্প চালু করার ভাবনা। সাংসদ মিমি চক্রবর্তী জানান এই প্রকল্প সোনারপুরেও চালু করেছেন। এদিনের অনুষ্ঠানের মধ্যে কলকাতা পুলিশের ওয়ারিয়র্স অংশ নেয়।
advertisement
Susovan Bhattacharjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Mar 11, 2020 10:33 PM IST
