বউবাজার দুর্গা পিতুরি লেন পরিদর্শন করেছেন আইআইটি রুরকির একটি বিশেষজ্ঞ দল। ১১ মে বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য নতুন করে ফাটল দেখা দেওয়ার পর কলকাতা পুরসভা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারদের আমন্ত্রণ জানায় এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো দেখে রিপোর্ট দেওয়ার জন্য। এর পাশাপাশি কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডও আইআইটি রুরকির বিশেষজ্ঞদের আমন্ত্রণ করে।
advertisement
আরও পড়ুন- নজরে পঞ্চায়েত ভোট, আজ পুরুলিয়ায় বুথ স্তরীয় সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্রধানত এলাকা পরিদর্শন এবং আগামী দিনে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন ধরনের সতর্কতা প্রয়োজন সেই বিষয়ে মতামত দেওয়ার জন্যেই এই বিশেষজ্ঞদের ডাকা হয়। রবিবার সেই দলই বউবাজার এলাকা ঘুরে দেখেন।
অন্যদিকে নতুন করে মাটি পরীক্ষা করতে চলেছে আইআইটি রুরকি।বউবাজারের মাটি পরীক্ষার রিপোর্ট পর্যন্ত অপেক্ষা। আপাতত স্বস্তিতে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড ৷ বন্ধ হয়েছে পুরোপুরি জল বেরনো ৷ কোনওভাবেই আর জল উঠছে না। যে এগারোটি জায়গা থেকে ক্রমাগত জল বেরিয়ে আসছিল তা গ্রাউটিং করে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জল বেরনো বন্ধ মানেই গ্রাউটিং বন্ধ করে দেওয়া হবে এমনটা নয়। এক্সটেনসিভ গ্রাউটিংয়ের কাজ চলবেই। একই সঙ্গে আরও একটি স্বস্তির খবর, সুড়ঙ্গ নীচের অংশে বন্ধ হয়েছে মাটির নড়নচড়ন। বিভিন্ন জায়গায় বসানো মিটারে তা ইতিমধ্যেই ধরা পড়েছে। ফলে সেটেলমেন্ট হওয়ার আর কোনও সম্ভাবনা নেই। তাই কোনও বাড়িতে নতুন করে ফাটল ধরবে না বলেই মনে করা হচ্ছে।
নরেন্দ্র সামাধিয়া ও আকাঙ্খা ত্যাগী দুই অধ্যাপক ও সহকারী অধ্যাপক আইআইটি রুরকির এই প্রতিনিধি দলের দায়িত্বে আছেন। ইতিমধ্যেই তারা পরিদর্শন সেরেছেন বউবাজারের ক্ষতিগ্রস্ত অংশ। আগামী দিনে সমস্ত বিপদ এড়িয়ে কিভাবে বউবাজারের ৩৬ মিটার অংশের কাজ শেষ করতে পারা যায় তা নিয়ে এনারা সম্পূর্ণ রিপোর্ট তৈরি করে দেবেন। আপাতত বন্ধ রাখা হয়েছে বউবাজারের কাজ। বর্ষা না মিটলে সেই কাজ শুরু করা হবে না। এরই মধ্যে বিশেষজ্ঞরা চলে আসায় কিছুটা স্বস্তিতে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড।