স্পেশ্যাল এডুকেটর নিয়োগের জন্য নিয়োগ বিধিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। স্পেশ্যাল এডুকেটার হিসেবে শিক্ষক নিয়োগের জন্য উচ্চ প্রাথমিক ও নবম – দশম পর্যায়ে নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন।
আরও পড়ুন: বাড-কাঠি দিয়ে কানে খোঁচাখুঁচি না করে এই একটি কাজ করুন, হড়হড়িয়ে বেরিয়ে আসবে ময়লা!
রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত বিএড করলে তবেই এই চাকরির আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা। নিয়োগের বিধিতে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
advertisement
আরও পড়ুন: ভিটামিন ডি-এর অভাব দূর করতে ওষুধ খান? মাত্রাছাড়া খেলে মৃত্যুও হতে পারে! কতটা খাবেন জানুন
রাজ্যে এই প্রথম বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। যে শিক্ষকরা নিয়োগ হবেন তাঁদের একের বেশি স্কুলে পড়াতে হবে। সেই স্কুল সংলগ্ন কাছাকাছি স্কুলগুলিতে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারা থাকবেন সেই স্কুলেও এই শিক্ষকরা পড়াবেন। এই মর্মেই গোটা বিধি প্রস্তুত করেছে রাজ্য বলেই সূত্রের খবর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়