TRENDING:

Teacher Recruitment: এ মাসেই...শিক্ষক নিয়োগের খসড়া প্রস্তুত! বড় ঘোষণা SSC-র, এবার কী করতে চলেছে যোগ্য শিক্ষকরা?

Last Updated:

Teacher Recruitment: ৩১শে মে মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, ইতিমধ‍্যেই নিয়োগের খসড়া প্রস্তুত করে ফেলল শিক্ষা দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ৩১শে মে মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, ইতিমধ‍্যেই নিয়োগের খসড়া প্রস্তুত করে ফেলল শিক্ষা দফতর। নবান্নের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় স্কুল সার্ভিস কমিশন বলেই সূত্রের খবর।
এ মাসেই...শিক্ষক নিয়োগের খসড়া প্রস্তুত! বড় ঘোষণা SSC-র, এবার কী করতে চলেছে যোগ্য শিক্ষকরা?
এ মাসেই...শিক্ষক নিয়োগের খসড়া প্রস্তুত! বড় ঘোষণা SSC-র, এবার কী করতে চলেছে যোগ্য শিক্ষকরা?
advertisement

এসএসসি সূত্রে জানা গিয়েছে, শূন্য পদের তালিকা হাতে পেলেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। স্কুলগুলিতে বিষয়ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক কত শূন্য পদ রয়েছে তা সংগ্রহ করার দায়িত্ব জেলা পরিদর্শকদের। ‌এই তালিকা তৈরি করে শিক্ষা দফতর পাঠাবে স্কুল সার্ভিস কমিশনকে।

আরও পড়ুন: মাত্র ২ দিনের অপেক্ষা…দরজায় কড়া নাড়বে সাফল‍্য! ৫ রাশির বৃহস্পতি তুঙ্গে, চাকরি, টাকা, প্রোমোশন আসবে হাতের মুঠোয়

advertisement

শিক্ষা দফতরের কাছ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় এসএসসি। ‌ শিক্ষা দফতর সূত্রের খবর, শূন্যপদের তালিকায় ওবিসি সংরক্ষণ নিয়ে উঠতে পারে প্রশ্ন। উচ্চ আদালত ইতিমধ্যেই ওবিসি শংসাপত্র নিয়ে বেশ কিছু রায় দিয়েছে। তবে যে খসড়া তৈরি করা হয়েছে, সেখানে আইনি জটিলতার কথা মাথায় রেখে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বলে সূত্রের খবর।

advertisement

এসএসসি অফিস ঘেরাও করে রেখেছে চাকরিহারারা, বেশ কয়েকদিন ধরে বিকাশ ভবনের বাইরেও চলছে অবস্থান। তার ফলে স্কুল সার্ভিস কমিশনের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি শিক্ষা দফতরের। এসএসসি চেয়ারম্যান নিজেও এসএসসি অফিসে না গিয়ে বিকাশ ভবনে বসছেন।

আরও পড়ুন: ‘ঠাকুমা লড়েছেন রানি লক্ষ্মীবাইয়ের বাহিনীতে’! রক্তে যোদ্ধার রক্ত, বীর কন‍্যা কর্নেল সোফিয়া কুরেশির পরিবারের গল্পে গায়ে কাঁটা দেয়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এবার প্লাস্টিকের যুগ শেষ, বাজার কাঁপাচ্ছে মাটির বাসনপত্র! জেনে নিন দাম
আরও দেখুন

অন্যদিকে ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা রিভিউ পিটিশনের চূড়ান্ত পরিনিতি না দেখে পরীক্ষা দেওয়া যাবে না। নোটিফিকেশন প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত নিলে তা তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে। দুটি মূল দাবি-সহ একাধিক দাবি নিয়ে অবস্থান চালাচ্ছেন রাজপথে। আগামী ১৫ তারিখ শিক্ষা দফতর ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ব্যানারে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Teacher Recruitment: এ মাসেই...শিক্ষক নিয়োগের খসড়া প্রস্তুত! বড় ঘোষণা SSC-র, এবার কী করতে চলেছে যোগ্য শিক্ষকরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল