এসএসসি সূত্রে জানা গিয়েছে, শূন্য পদের তালিকা হাতে পেলেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। স্কুলগুলিতে বিষয়ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক কত শূন্য পদ রয়েছে তা সংগ্রহ করার দায়িত্ব জেলা পরিদর্শকদের। এই তালিকা তৈরি করে শিক্ষা দফতর পাঠাবে স্কুল সার্ভিস কমিশনকে।
advertisement
শিক্ষা দফতরের কাছ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় এসএসসি। শিক্ষা দফতর সূত্রের খবর, শূন্যপদের তালিকায় ওবিসি সংরক্ষণ নিয়ে উঠতে পারে প্রশ্ন। উচ্চ আদালত ইতিমধ্যেই ওবিসি শংসাপত্র নিয়ে বেশ কিছু রায় দিয়েছে। তবে যে খসড়া তৈরি করা হয়েছে, সেখানে আইনি জটিলতার কথা মাথায় রেখে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বলে সূত্রের খবর।
এসএসসি অফিস ঘেরাও করে রেখেছে চাকরিহারারা, বেশ কয়েকদিন ধরে বিকাশ ভবনের বাইরেও চলছে অবস্থান। তার ফলে স্কুল সার্ভিস কমিশনের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি শিক্ষা দফতরের। এসএসসি চেয়ারম্যান নিজেও এসএসসি অফিসে না গিয়ে বিকাশ ভবনে বসছেন।
অন্যদিকে ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা রিভিউ পিটিশনের চূড়ান্ত পরিনিতি না দেখে পরীক্ষা দেওয়া যাবে না। নোটিফিকেশন প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত নিলে তা তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে। দুটি মূল দাবি-সহ একাধিক দাবি নিয়ে অবস্থান চালাচ্ছেন রাজপথে। আগামী ১৫ তারিখ শিক্ষা দফতর ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ব্যানারে।
