TRENDING:

Teacher Recruitment Scam|| Calcutta High Court: শিক্ষক নিয়োগ মামলায় সিবিআইকে ফের চরম ভর্ৎসনা! ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Last Updated:

Teacher Recruitment Scam|| Calcutta High Court: শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই-কে প্রাথমিক নিয়োগ তদন্তের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৭ দিনের সময়সীমা দিলেন সিবিআইকে। মানিক ভট্টাচার্যকে বিশদ জিজ্ঞাসাবাদ করে ১০ ফেব্রুয়ারির মধ্যে সিবিআইকে এই মামলায় উল্লেখযোগ্য রিপোর্ট দিতে হবে বলেও নির্দেশ দেয় আদালত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের সিবিআই কে তীব্র ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন দ্বর্থহীন ভাষায় সিবিআই-কে ভর্ৎসনা করেন বিচারপতি। তিনি বলেন, "৭ দিনের মধ্যে সিবিআই তদন্তের অগ্রগতি না পেলে আমি তদন্ত করে রিপোর্ট পাঠাব।
সিবিআইকে চূড়ান্ত সময়সীমা আদালতের
সিবিআইকে চূড়ান্ত সময়সীমা আদালতের
advertisement

প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি পাঠাব। সিবিআই অফিসাররা কোনও তদন্তের জন্য উপযোগী নয়। ১০ মাস ধরে সিবিআই তদন্ত করছে। এটা ইয়ার্কি হচ্ছে।"

বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, "সারা রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছে সিবিআই-এর দিকে। অথচ এমন গা-ছাড়া তদন্ত সিবিআই এর।" সিবিআই আই-এর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং করা হোক বলেও এদিন মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি একইসঙ্গে বলেন, "নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যেক সিবিআই অফিসারের সম্পত্তির হিসাব নেবে আদালত। আমাকে তো দেখছি সিবিআই এর পরিবর্তে ইংল্যান্ডের তদন্তকারী সংস্থা MI 5 এর ওপর ভরসা করতে হবে।"

advertisement

আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান! কাশ্মীর থেকে কন্যাকুমারী স্বপ্নের রেলযাত্রা চালুর পথে... পরিষেবা শুরু কবে থেকে? জানুন বিস্তারিত

সিবিআই-কে সতর্ক করে বিচারপতি বলেন, "এবার যদি কাজ না করেন তাহলে আদালত আপনাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে।" বিচারপতির মন্তব্য, "আমি এখনই কোন তদন্তকারী আধিকারিক নিযুক্ত করব না। এখন কি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে আমাকে যেতে হবে ? - প্রশ্ন তুলে সিবিআইকে ভর্ৎসনা বিচারপতির। প্রাথমিক তদন্তকারী অফিসার কোনও সিভিল সার্ভিস করার যোগ্য নয়।"

advertisement

এদিন শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই-কে প্রাথমিক নিয়োগ তদন্তের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৭ দিনের সময়সীমা দিলেন সিবিআইকে। মানিক ভট্টাচার্যকে বিশদ জিজ্ঞাসাবাদ করে ১০ ফেব্রুয়ারির মধ্যে সিবিআইকে এই মামলায় উল্লেখযোগ্য রিপোর্ট দিতে হবে বলেও নির্দেশ দেয় আদালত। এস বাসু রায় কোম্পানির সঙ্গে মানিক ভট্টাচার্যের বোর্ডের কীসের এত ঘনিষ্ঠতা, এই প্রশ্নের উত্তর চায় আদালত। এই মর্মেই এদিন নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রীর দেওয়া নথি ভুল!' অমর্ত্য সেনের জমি নিয়ে এবার বিস্ফোরক দাবি বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর!

"২০১৬ সালের নিয়োগে অতিরিক্ত প্যানেল প্রকাশই হয়নি। অতিরিক্ত প্যানেল নিয়ে পুরো সিদ্ধান্ত তৎকালীন বোর্ড সভাপতি মানিক ভট্টাচার্যের ছিল।' এজলাসে জানালেন বোর্ডের প্রাক্তন সচিব। 'বোর্ডের কনফিডেনসিয়াল সেকশন হয়ে কাজ করেছে, এস বাসু রায় কোম্পানি এবং তাঁর চেয়ারম্যান গৌতম মুখোপাধ্যায়। গৌতম মুখোপাধ্যায় এখন প্রয়াত। এই সংস্থা প্যানেল প্রকাশ না করার বিষয় জানতে পারে। এজলাসে জানালেন বোর্ডের প্রাক্তন সচিব।

advertisement

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে'র নির্দেশ, "বোর্ডের প্রাক্তন সচিব হলফনামা দিয়ে তথ্য জানাবেন।এজলাসে আজকের দেওয়া তথ্য হলফনামায় জানাবেন সিবিআই আইনজীবী ৭ দিনের মধ্যে। আপাতত ১০ ফেব্রুয়ারির মধ্যে মানিক ভট্টাচার্যকে বিশদ জিজ্ঞাসাবাদ করে সিবিআইকে উল্লেখযোগ্য রিপোর্ট দিতে হবে।

অর্ণব হাজরা

বাংলা খবর/ খবর/কলকাতা/
Teacher Recruitment Scam|| Calcutta High Court: শিক্ষক নিয়োগ মামলায় সিবিআইকে ফের চরম ভর্ৎসনা! ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল