রাজঘাটে তৃণমূলের সত্যাগ্রহ চলাকালীনও রাজঘাটে পৌঁছেছিলেন চাকরিপ্রার্থীরা। সেদিন দিল্লি পুলিশ তাদের সরিয়ে দেয়। সাউথ অ্যাভিনিউতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেও তাঁরা গিয়েছিলেন দেখা করতে। কিন্তু, দেখা পাননি। গতকাল বঙ্গভবনের সামনেও ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা।
গেটের সামনে থেকে তাদের সরিয়ে দেন বঙ্গভবনের নিরাপত্তারক্ষীরা। এরপর আজ থেকে দিল্লির যন্তর মন্তরে বাংলার মাটিতে চাকরিপ্রার্থীদের বঞ্চনার অভিযোগ তুলে ধরনায় বসেছেন তারা।
advertisement
আরও পড়ুন: তিস্তায় ভেসে আসছে একের পর এক দেহ, গজলডোবায় ভয়াবহ দৃশ্য! মিলল মহিলার কাটা দেহও
ন্যায্য চাকরির দাবিতে গত রবিবার দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিকে শিক্ষক পদের চাকরি প্রার্থীরা। তাঁদের অভিযোগ, এত বছর ধরে পাশ করে বসে আছেন তাঁরা। অথচ রাজ্য নিয়োগ নিয়ে নিরুত্তর। ২০০৯ সালে টেট পরীক্ষা ছিল না। সেই সময়ই প্রাথমিকের বিজ্ঞপ্তি বের হয়েছিল। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে জেলাভিত্তিক পরীক্ষাও হয়। তখন প্রাথমিকের চাকরির জন্য প্রশিক্ষণও অত্যাবশ্যক ছিল না।
অভিযোগ, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর সেই পরীক্ষা বাতিল হয়। ২০১৪ সালে লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউও হয়। এদিকে আদালতে ২০০৯-এর পরীক্ষা বাতিলের মামলা গড়ায়। গত বছরই আদালত নিয়োগ বাতিলের নির্দেশ খারিজও করে দেয়। নির্দেশ দেয় প্যানেল প্রকাশের। অভিযোগ, আজ পর্যন্ত তা হল না।