আজ তথাগত রায় লিখেছেন, "দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।"
advertisement
তথাগত রায়ের ট্যুইট-
তথাগত রায়ের আক্রমণের অভিমুখ খুব পরিষ্কার। বহুদিন ধরেই তিনি দলবদল নিয়ে সরব। বারংবার মুখ খুলেছেন দিলীপ ঘোষ, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন এবং কৈলাস বিজয়বর্গীয়কে নিয়ে। তাঁর মতে, এই চতুষ্কোণের সৌজন্যে তৃণমূল থেকে দল দলে বিজেপিতে আসার সুযোগ পেয়েছিল অনেকে। আদর্শের জলাঞ্জলি হয়েছে এভাবেই। নীচুতলার কোনও কথা ভোটের আগে ও পরে শোনেননি ওরা, অতীতে এমন অভিযোগও করেছেন তথাগত। সম্প্রতি কয়েক ধাপ এগিয়ে তথাগত রায় বিষোদগার করে বলেন, "কৈলাস বিজয়বর্গীয়কে ঘৃণা করি। তারপর আজকের এই পোস্ট।"
আরও পড়ুন-'শব্দবাজিমুক্ত দীপাবলির শুভেচ্ছা', চারে চার করে বিজেপিকে ঠেস অভিষেকের
তথাগত রায় এর দেওয়া উদ্ধৃতি ভিডি ভিসি একটি ল্যাটিন শব্দবন্ধ। এই উপমা টির মূল অর্থ লুকিয়ে রয়েছে জুলিয়াস সিজার নাটকে। ভিনি ভিডি ভিসি-র মানে এলাম, দেখলাম, জয় করলাম। তথাগত বলতে চাইছিলেন দিলীপ ঘোষের অ্যাপ্রোচ বা ভঙ্গিমাটা ছিল অনেকটা এমন। আর তারই মাশুল গুনছে বিজেপি আজ।