বাঁকুড়ার উপরডাঙাতেও একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে ট্যারান্টুলা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের পর এবার বৈতায় হানা দিল ট্যারান্টুলা। মাকড়সাটি বোতলবন্দি করা হয়। আরামবাগেও পাড়ি দিয়েছে লোমশ এই আটপেয়ি! মোহনপুর ও রোদুলপুরে বাড়ির ভিতর থেকে উদ্ধার ট্যারান্টুলা।
এরআগে, পশ্চিম মেদিনীপুরের ডেবরার রঘুনাথপুর ও কামারশাল, বেলদা এমনকী কলকাতাতেও দেখা মেলে বিষাক্ত এই মাকড়সার। ট্যারান্টুলা আতঙ্কে তটস্থ পূর্ব মেদিনীপুরও ৷ দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের মোট ছ’টি এলাকা থেকে ছ’টি বিষাক্ত মাকড়সা ধরা পড়েছিল। অন্যদিকে, হাওড়ার বাগনানে তিনটি লোমশ মাকড়সা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারমধ্যে একটিকে ধরে বন দফতরের হাতে তুলে দেন তাঁরা। বনাধিকারিকরা মাকড়শাটিকে ট্যারান্টুলা বলে চিহ্নিত করেন।
advertisement
লোমশ মাকড়সা কি সত্যি ট্যারান্টুলা? উত্তর যাই হোক না কেন, আটপেয়ীর আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যবাসীর।
আরও পড়ুন-অলীক চক্রবর্তীকে আজ তোলা হবে বারুইপুর আদালতে, কঠোর নিরাপত্তায় আদালত চত্বর