TRENDING:

১৯ কোটির রহস্যের পিছনে কে? প্রাথমিকে চাকরি পেতে কারা দিয়েছিল টাকা? জানতে তাপসকে ফের তলব সিবিআইয়ের

Last Updated:

গত ৯ জানুয়ারি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচাৰ্যের স্ত্রী, মানিকের পুত্র এবং মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল সিটি সেশন কোর্টে ইডির বিশেষ আদালতে হাজিরা দেন। তিন জনের নামই চার্জেশিটে রয়েছে ইডি-র চার্জশিটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা, অর্পিতা হাজরা: নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলকে ফের তলব করল সিবিআই। বৃহস্পতিবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়। এই নিয়ে তিন বার এই মানিক ভট্টাচাৰ্য ঘনিষ্ঠকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement

সূত্রের খবর, এদিন তাপসের কাছ থেকে তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ এবং ৩২৫ জন ব্যক্তি, যাঁদের কাছ থেকে ১৯ কোটি টাকা নিয়েছিলেন কুন্তল, তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইবে সিবিআই।

গত বুধবারই সিবিআইয়ের সমন পেয়ে নিজামে হাজিরা দেন তাপস। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস বলেন, "অফলাইনে ভর্তি হওয়া ৩২৫ জনের কাছ থেকে ১৯ কোটির বেশি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ।" জেরায় তৃণমূল নেতা সেই কথা স্বীকার করেছেন বলেও জানান তাপস। বুধবার তাপস এবং কুন্তল, দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করেন সিবিআইয়ের গোয়েন্দারা।

advertisement

আরও পড়ুন: স্বপ্নের মতো শহরের আয়ু আর মাত্র কটা দিন! ধ্বংসের পিছনে কারণ জানলে অবাক হবেন

গত ৯ জানুয়ারি নিয়োগ দুর্নীতি মামলায় সিটি সেশন কোর্টে ইডির বিশেষ আদালতে হাজিরা দিয়েছিলেন অভিযুক্ত মানিক ভট্টাচাৰ্যের স্ত্রী, মানিকের পুত্র এবং মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিন জনের নামই চার্জেশিটে রয়েছে ইডি-র চার্জশিটে।

advertisement

ইডি-র আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, "অল বেঙ্গল টিচার্স ট্রেনিং এচিভার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন তাপস মণ্ডল।" প্রার্থীদের কাছ থেকে তিনিই টাকা সংগ্রহ করতেন। গোটা বিষয়টাই হল প্রাথমিকের তৎকালীন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নির্দেশে। দুর্নীতি সম্পর্কে সবটাই জানতেন তাপস।

আরও পড়ুন: কৃষকদের জন্য বড়সড় সিদ্ধান্ত সরকারের! কৃষি খাতে এ-বার তৈরি হবে ৩ সমবায় সমিতি!

advertisement

এবার, মানিক ভট্টাচাৰ্য অফলাইনে যে সমস্ত চাকরিপ্রার্থীদের রেজিস্ট্রেশন করেছিলেন তাঁদের তালিকা সম্পর্কে তাপস মণ্ডলের কাছ থেটকে তথ্য পেতে চাইছে সিবিআই।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

ARPITA HAZRA

বাংলা খবর/ খবর/কলকাতা/
১৯ কোটির রহস্যের পিছনে কে? প্রাথমিকে চাকরি পেতে কারা দিয়েছিল টাকা? জানতে তাপসকে ফের তলব সিবিআইয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল