কুণাল ঘোষ এদিনের সাক্ষাৎকারের পরে বলেন, “দুলহে রাজা না জনি লিভার! আপনি কোন দিকে। আমি দলের নেতা ও ভাই হিসাবে যা যা বলার বোঝানোর আমি বলেছি। উনি কী সিদ্ধান্ত নেবেন তা আমি জানি না। আমার তরফে সব কথা বলা হয়েছে। ওঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমার। আমি তাই এসেছি। আমি চাইব দাদা দলে থাকুন।”
advertisement
অন্যদিকে মন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের বলেন, “তাপস রায় এখনও আমার দলীয় সতীর্থ ও সহকর্মী। উনি এখনও তৃণমূল কংগ্রেস করেন। আমিও এখনও তৃণমূল কংগ্রেস করি। তাই দেখা করতে এসেছি। বাকি জল্পনা আপনাদের।”
বরানগর পুরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু বলেন, “আমরা চেষ্টা করছি। আমি সব কাউন্সিলরদের সঙ্গে নিয়ে এসেছে। আমাদের উনি কিছু বলেননি। আমাদের সঙ্গে ওনার যোগাযোগ আছে। উপর মহলের ব্যাপার। উনি যা নিয়ে অভিযোগ করছেন। আমাদের এই বিষয়ে অনুপ্রবেশ করা ঠিক হবে না। তবে ওঁর একটা অভিমান আছে। ইডি রেইডের পরে। বরানগরের গরিষ্ঠ সংখ্যক দলের কর্মীরা চান উনি থাকুন।”