তাপস রায় বলেন, ‘১২ জানুয়ারি আমার বাড়িতে একটা ঘটনা ঘটে। ইডি অভিযান চালায়। ৫২ দিন হয়ে গেল। দল আমার পাশে নেই। আমাকে বা আমার পরিবারকে ফোন করেনি। এর পেছনে আমার দলের কেউ কেউ আছে। অবাক হয়ে গেলাম আজ কুণাল ঘোষ শোকজ। আর ও আমাকে আজ বোঝাতে এসেছিল। আমার সামনে শোকজ হল। যাদের শোকজ বা সাসপেন্ড হওয়ার কথা তারা বহাল তবিয়তে রয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় আমার বাড়িতে ইডি অভিযানের কথা বলতে পারতেন। উনি শাহজাহানের কথা বললেন। আমি আহত হলাম।”
advertisement
আরও পড়ুনঃ যশোর রোডে আচমকা ধেয়ে এল বিরাট বিমান! মাঝরাস্তায় লাইটপোস্টে ধাক্কা! সাংঘাতিক অবস্থা…
তিনি আরও বলেন, “৫২ দিন আমি মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমার স্ত্রী, কন্যাও ডাক পায়নি। উনি সকলের পাশে দাঁড়িয়ে যান। আমিও আশা করেছিলাম ক্রিয়েটেড ইডি রেডের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কিন্তু তা হয়নি।”
আবীর ঘোষাল
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 12:43 PM IST