TRENDING:

Tapas Roy: তৃণমূল ছাড়ছেন তাপস রায়? অঙ্ক মিললে উত্তর কলকাতাতেও বড় চমক দিতে পারে বিজেপি

Last Updated:

আগেই সুদীপকে প্রার্থী করা নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন কুণাল ঘোষ এবং তাপস রায়৷ সুদীপকে প্রার্থী করা হলে তিনি প্রচারে নামবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন বরানগরের তৃণমূল বিধায়ক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: লোকসভা নির্বাচনের আগে খাস কলকাতাতেই বড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল? সূত্রের খবর, বরানগরের বিধায়ক তাপস রায়কে নিয়ে সেরকমই আশঙ্কা ছড়িয়েছে শাসক দলের অন্দরে৷ কারণ ইতিমধ্যেই বরানগরের তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ মহলে দল ছা্ড়ার ইঙ্গিত দিয়েছেন বলে খবর৷ তাপসের দল ছাড়ার জল্পনার মধ্যেই কলকাতা উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে৷
তাপস রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা৷
তাপস রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা৷
advertisement

সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা উত্তর নিয়ে তৃণমূলের অস্বস্তি কাটছে না৷ আগেই সুদীপকে প্রার্থী করা নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন কুণাল ঘোষ এবং তাপস রায়৷ সুদীপকে প্রার্থী করা হলে তিনি প্রচারে নামবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন বরানগরের তৃণমূল বিধায়ক৷

আরও পড়ুন: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বিজেপিতে? প্রার্থী হবেন? শুভেন্দুর ৭ মার্চ নিয়ে জল্পনা

advertisement

সূত্রের খবর, তাপস রায় তৃণমূল নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, আগামী ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার প্রস্তুতির কোনও দায়িত্বই নিতে পারবেন না তিনি৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি কঠোর অবস্থান নিচ্ছেন, এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে দলীয় নেতৃত্বকে সেই বার্তাই ফের পৌঁছে দিলেন তাপস৷ জানুয়ারি মাসে বাড়িতে ইডি হানার পর থেকেই তাপস রায় দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন বলে খবর৷ এমন কি, গত ২১ ফেব্রুয়ারির পর থেকে তিনি নিজের কেন্দ্র বরানগরেও যাননি বলে তৃণমূল সূত্রে খবর৷

advertisement

ব্রিগেডে যোগ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে যে কর্মীরা আসবেন, তাঁদের একটা বড় অংশকে রাখা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে৷ এই কর্মীদেরই দেখভালের দায়িত্বে দলের যে নেতাদের উপর ছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন তাপস রায়৷ যদিও তিনি এবার সেই দায়িত্ব পালন করতে অপারক বলে দলীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন তাপস৷

advertisement

এর আগেই তাপস রায় জানিয়ে দিয়েছিলে্ন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল যদি ফের কলকাতা উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করে দল, তাহলে তিনি প্রচারেই নামবেন না৷ এমন কি, মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করলেও তিনি নিজের সিদ্ধান্ত বদলাবেন না বলে জানিয়ে দিয়েছেন বরানগরের তৃণমূল বিধায়ক৷

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে প্রথমে সরব হয়েছিলেন কুণাল ঘোষ৷ কুণাল অবশ্য জানিয়েছেন, শেষ পর্যন্ত সুদীপকে দল প্রার্থী করলে তিনি প্রচারে অংশ নেবেন৷ যদিও বিকল্প হিসেবে কলকাতা উত্তর কেন্দ্রে শশী পাঁজার মতো কাউকে প্রার্থী করার দাবি তুলেছিলেন কুণাল৷ মুখপাত্রের পদ থেকে কুণালের ইস্তফাও গ্রহণ করেছে তৃণমূল নেতৃত্ব৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের বাজারে 'সস্তার' ফুলকপি...! এবছর কিন্তু বদলে যেতে পারে ছবিটা
আরও দেখুন

তবে তাপস রায় শেষ পর্যন্ত যদি তৃণমূল না ছাড়েন, সেক্ষেত্রে বিকল্প প্রার্থী হিসেবে কলকাতা উত্তর কেন্দ্রে কল্যাণ চৌবের নামও বিজেপির অন্দরে ঘোরাফেরা করছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Tapas Roy: তৃণমূল ছাড়ছেন তাপস রায়? অঙ্ক মিললে উত্তর কলকাতাতেও বড় চমক দিতে পারে বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল