TRENDING:

Tapas Roy: 'আজ থেকে মোদি পরিবারে...' শুভেন্দু-সুকান্তর হাত ধরে পদ্মে তাপস রায়, উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তিনিই?

Last Updated:

Tapas Roy: লোকসভা ভোটে কলকাতা উত্তরে সুদীপ-তাপসকে কি মুখোমুখি লড়তে দেখবে বাংলা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিজেপিতে যোগ দিলেন তাপস রায়। সল্টলেক সেক্টর ফাইভের বিজেপি দফতর থেকেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের হাত ধরে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।  বিজেপিতে যোগ দিয়ে তাপস জানান,  ‘‘আমি আজ থেকে মোদি পরিবারের সদস্য হলাম। যত দিন রাজনীতিতে থাকব, এই পরিবারের সদস্য হিসাবে দায়িত্ব পালন করব। বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি চলছে, তা ঘোচানোর চেষ্টা করব।’’
advertisement

সোমবার তৃণমূল ছাড়ার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন তাপস। দলের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দিয়েছেন তিনি। তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করার পাশাপাশি বরানগরের বিধায়কের পদ থেকেও ইস্তফা দিয়েছেন তাপস রায়৷ তার পরই দলের বিরুদ্ধে সরব হয়ে তাপস রায় অভিযোগ করেন, গত ১২ জানুয়ারি ইডি তাঁর বাড়িতে হানা দেওয়ার পরেও দলীয় নেতৃত্ব অথবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এবং তাঁর পরিবারের পাশে দাঁড়াননি৷ এমন কি, তাপসের গুরুতর অভিযোগ, তাঁর বাড়িতে ইডি হানার পিছনেও রয়েছে দলেরই একাংশ৷ তাপসের দলত্যাগের প্রসঙ্গে আরও একটি নাম উঠে এসেছে। তিনি কলকাতা উত্তরের বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে কলকাতা উত্তরে সুদীপ-তাপসকে কি মুখোমুখি লড়তে দেখবে বাংলা? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল।

advertisement

তাপস রায়ের বিজেপিতে যোগদানের পরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘তাপস রায়ের কাছে রাজনৈতিক ভাবে আমরা শিশু। স্বচ্ছ রাজনীতি যারা করেছেন তাঁদের মধ্যে অন্যতম তাপসদা।’

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘মোদিজির সফল অনুষ্ঠানের পর এখানে আমরা একত্রিত হয়েছি। তাপসদার সঙ্গে কয়েক দশকের সম্পর্ক।  ছাত্র রাজনীতি থেকে শুরু করে ওঁর প্রচুর অভিজ্ঞতা। দমদম ব্যরাকপুরের সাংগঠনিক নেতা ছিলেন। আমাদের প্রবীন নেতৃত্ব প্রয়োজন ছিল, তাপসদা সেটা মেটাবেন বলে আশা রাখি।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tapas Roy: 'আজ থেকে মোদি পরিবারে...' শুভেন্দু-সুকান্তর হাত ধরে পদ্মে তাপস রায়, উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তিনিই?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল