তারপরেই কেন্দ্রের প্রাপ্ত অর্থ নিয়েও তিনি আক্রমণ করেন অমিত শাহকে, বলেন, ‘‘বাংলার মানুষের অধিকারের টাকা আটকে রেখেছেন৷ বাংলা বিজেপির নেতারা নানা কথা বলে চলেছেন৷ দল-রাজনীতি-সরকার-এর ফারাক বিজেপির আমলে দেখা যাচ্ছে না। বহিরাগত জমিদাররা আসেন বাংলায়৷ জাত-ধর্ম-প্রাদেশিকতা নিয়ে যারা ভাগ করেন। তারা আসছেন৷ আসলে বিবাদের দৃষ্টি ঘোরাতে আসছেন। ’’
বিজেপির রাজ্য সভাপতিকে আক্রমণ করে তাপস বলেন, ‘‘সুকান্ত মজুমদার-সহ যাঁরা আসছেন, অর্থাৎ বিজেপি নেতারা, আজ তারা জেনে রাখুন পরিচয়পত্র নিয়ে ভোট দেওয়া সম্ভব হয়েছিল মমতা বন্দোপাধ্যায়ের জন্য৷ বাংলার মানুষকে অবজ্ঞা করবেন না৷ বাংলার মানুষ ২০২১ সালে জবাব দিয়েছিল, আবার দেবে৷’’
advertisement
তাপস আরও বলেন, ‘‘বাংলার মানুষের বঞ্চনার দিকে দৃষ্টিপাত করেন না৷ মেটানোর চেষ্টা করেন না৷ এমন ভাব করেন, যেন এটা তাদের দলীয় তহবিলের টাকা৷ দিনের পর দিন বাংলার ওপর দমন-পীড়ন চালাচ্ছে৷ বাংলা ব্রিটিশকে জবাব দিয়েছে, আগামীদিনে তথাকথিত জমিদারদের সমুচিত জবাব দেবে৷ এটা বাংলার মানুষের বিশ্বাস। দেশের ও বাংলার ইতিহাসকে ধ্বংস করতে নেমে পড়েছে বিজেপি৷ এর সমুচিত জবাব দেওয়া হবে।’’