এ দিন আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে ডেকে পাঠান হয়েছিল তন্ময়কে৷ প্রায় দেড় ঘণ্টা ধরে তাঁর সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির দুই সদস্য সুমিত দে এবং শ্যামলী প্রধান৷
গত ২৭ অক্টোবর বাড়িতে সাক্ষাৎকার নিতে গেলে তন্ময় ভট্টাচার্য তাঁকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক৷ থানায় অভিযোগও জানান তিনি৷ গুরুতর এই অভিযোগ উঠতেই তন্ময়কে সাসপেন্ড করে সিপিএম৷ অঞ্জু করের নেতৃত্বে গড়া হয় তদন্ত কমিটি৷
advertisement
আরও পড়ুন: লজের ঘরে অসুস্থ ৪৭ বছরের মহিলা, মৃত্যুর পরই উধাও পুরুষ সঙ্গী! ক্যানিংয়ে ধর্ষণ করে খুন?
ইতিমধ্যেই তন্ময় ভট্টাচার্যকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ দল এবং পুলিশের তদন্তে সবরকম ভাবে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রবীণ এই নেতা৷ এ দিন বেলা সাড়ে বারোটা নাগাদ আলিমুদ্দিন স্ট্রিটে আসেন তন্ময়৷
সূত্রের খবর, সেদিন ওই মহিলা সাংবাদিক তাঁর বাড়িতে যাওয়ার পর কী কী ঘটেছিল, তন্ময়ের থেকে তা জানতে চান তদন্ত কমিটির দুই সদস্য৷ ভবিষ্যতে অভিযোগকারিণী ওই মহিলা সাংবাদিকের সঙ্গেও কথা বলবেন কমিটির সদস্যরা৷ আরও একাধিক বিষয় খোঁজখবর নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির অন্যতম সদস্য সুমিত দে৷
ভবিষ্যতে আবারও এক বা একাধিকবার তন্ময়ের সঙ্গে কথা বলতে পারেন তদন্ত কমিটির সদস্যরা৷ প্রয়োজনে বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হবে৷ ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছুদিন সময় লাগতে পারে৷
সহযোগী প্রতিবেদন: রৌণক দত্ত চৌধুরী