Canning lodge: লজের ঘরে অসুস্থ ৪৭ বছরের মহিলা, মৃত্যুর পরই উধাও পুরুষ সঙ্গী! ক্যানিংয়ে ধর্ষণ করে খুন?

Last Updated:

ক্যানিংয়ের বাসিন্দা মহসিন পরিচিত ওই মহিলার সঙ্গে শুক্রবার দুপুরে লজে উঠেছিলেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
অনুুপ বিশ্বাস, ক্যানিং: লজে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল এক মহিলাকে। তাঁর পুরুষ সঙ্গী এবং লজকর্মীরা ক্যানিং বাজারে এক চিকিৎসকের চেম্বারে নিয়ে গিয়েছিলেন মহিলাকে। ওই চিকিৎসক মহিলাকে মৃত বলে জানান। অভিযোগ, তখনই মহিলাকে সেখানে ফেলে পালিয়ে যান তাঁর পুরুষ সঙ্গী।
এই ঘটনায় মৃত মহিলার দাদা মহসিন মোল্লা নামে এক যুবকের বিরুদ্ধে তাঁর বোনকে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেছেন৷ মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ খোঁজ চলছে অভিযুক্তের৷
advertisement
জানা গিয়েছে, ক্যানিংয়ের বাসিন্দা মহসিন পরিচিত ওই মহিলার সঙ্গে শুক্রবার দুপুরে লজে উঠেছিলেন। লজে আসার কিছুক্ষণের মধ্যেই ৪৭ বছর বয়সি ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন৷ বিষয়টি লজের কর্মীদের জানাতেই তাঁরা একটি টোটো ডেকে ওই মহিলাকে ক্যানিং বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন৷ তাঁদের সঙ্গে যান মহসিন নামে ওই যুবকও৷
advertisement
যদিও চেম্বারে নিয়ে যেতেই ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক৷ এর পরই সবার নজর এড়িয়ে এলাকা ছেড়ে পালায় মহসিন৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যানিং থানার পুলিশ৷ ঘটনাস্থলে আসেন ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল৷ মৃত মহিলার পরিবারকে খবর দেওয়া হয়৷ মৃতার দাদা জানিয়েছেন, মহসিন নামে ওই যুবক মৃতার পূর্ব পরিচিত৷
লজের যে ঘরে ওই মহিলা এবং যুবক উঠেছিলেন, সেটি সিল করে দিয়েছে পুলিশ৷ স্থানীয়দের অবশ্য অভিযোগ, ওই লজে দেহ ব্যবসার কারবার চলত৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Canning lodge: লজের ঘরে অসুস্থ ৪৭ বছরের মহিলা, মৃত্যুর পরই উধাও পুরুষ সঙ্গী! ক্যানিংয়ে ধর্ষণ করে খুন?
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement