TRENDING:

Tangra Incident Update: ছক কষেই ১৮ তারিখ পাওনাদারদের বাড়িতে ডাক? ট্যাংরার দুই ভাইয়ের ভূমিকায় আরও রহস্য

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ১৯ তারিখ বুধবার, ট্যাংরার অতুল শূর রোডের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রণয় এবং প্রসূন দে-র দুই স্ত্রী সুদেষ্ণা এবং রোমি ও ১৪ বছরের কিশোরী প্রিয়ম্বদার রক্তাক্ত দেহ৷ প্রথমে ঘটনাকে আত্মহত্যা বলেই দাবি করেছিলেন হাসপাতালে চিকিৎসাধীন প্রণয় এবং প্রসূন দে৷ যদিও ময়নাতদন্তের রিপোর্ট এবং পারিপার্শ্বিক প্রমাণ থেকে স্পষ্ট হয়, আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে ট্যাংরার চিত্ত নিবাসের বাসিন্দা দুই মহিলা এবং এক কিশোরীকে৷
মঙ্গলবার কী ঘটেছিল ট্যাংরার চিত্তনিবাসে?
মঙ্গলবার কী ঘটেছিল ট্যাংরার চিত্তনিবাসে?
advertisement

ময়নাতদন্ত রিপোর্টে উঠে আসা তথ্য অনুযায়ী, সম্ভবত মঙ্গলবারই ট্যাংরার বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে৷ অথচ ওই দিনই ট্যাংরার দে বাড়িতে এসেছিলেন বেশ কয়েকজন পাওনাদার৷ তদন্তে পুলিশ জানতে পেরেছে, পাওনাদারদের মঙ্গলবার বাড়িতে আসার কথা জানিয়েছিলেন প্রণয় এবং প্রসূনই৷ এখানেই প্রশ্ন উঠছে, আগে থেকেই যদি নিজেদের পরিবারের সদস্যদর শেষ করে আত্মঘাতী হওয়ার পরিকল্পনা থাকত প্রণয়ে এবং প্রসূনের, তাহলে মঙ্গলবার কেন পাওনাদারদের বাড়িতে ডাকলেন তাঁরা?

advertisement

আরও পড়ুন: ‘কুড়ি পেটি পাঠান, না হলে ঠুকে দেবো!’ মালদহের তৃণমূলনেতা কৃষ্ণেন্দুনারায়ণকে হুমকি ডি কোম্পানির

তদন্তকারীরা প্রাথমিক ভাবে মনে করছেন, ১৭ তারিখ রাতেই পায়েসের সঙ্গে মিশিয়ে ঘুমের ওষুধ খান পরিবারের প্রত্যেকে৷ সম্ভবত ১৮ তারিখ সকাল অথবা দুপুরের মধ্যেই পরিবারের সবার মৃত্যু হবে বলে আগে থেকেই ঠিক করে রেখেছিলেন দুই ভাই৷ সেক্ষেত্রে বাড়িতে পাওনাদাররা এলেও কিছু যাবে আসবে না৷

advertisement

আরও একটি সম্ভাবনার কথাও এক্ষেত্রে তদন্তকারীদের মনে উঠে আসছে৷ ১৮ তারিখ পাওনাদাররা আসার আগেই হয়তো ১৪ বছরের কিশোরকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল প্রণয় এবং প্রসূনের৷ কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়ে ওঠেনি৷ ফলে বাড়িতে থাকলেও পাওনাদাররা বার বার ডাকার পরেও কোনও সাড়াশব্দ করেননি দুই ভাই৷ ততক্ষণে হয়তো তাঁদের দুই স্ত্রী এবং প্রসূনের নাবালিকা কন্যারও মৃত্যু হয়েছে৷

advertisement

ট্যাংরার নৃশংস কাণ্ডের পরতে পরতে এখনও অনেক রহস্য রয়েছে৷ আজই হয়তো হাসপাতালে আইসিইউ ওয়ার্ড থেকে সাধারণ ওয়ার্ডে দেওয়া হবে৷ তার পরেই দুই ভাইকে টানা জিজ্ঞাসাবাদ করে রহস্যের জট খুলতে চান তদন্তকারীরা৷ কথা বলা হবে হাসপাতালে ভর্তি থাকা প্রণয়ের ছেলের সঙ্গেও৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে খুন করার স্বীকার করেছেন ছোট ভাই প্রসূন দে৷ যদিও এর বাইরেও দুই ভাই অনেক তথ্য আড়াল করছেন বলেই মত তদন্তকারীদের৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Tangra Incident Update: ছক কষেই ১৮ তারিখ পাওনাদারদের বাড়িতে ডাক? ট্যাংরার দুই ভাইয়ের ভূমিকায় আরও রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল