TRENDING:

Tangra Incident: পুলিশের হাতে টাটকা নয়া প্রমাণ, যা ঘুরিয়ে দিচ্ছে প্রাথমিক ভাবনা, সবচেয়ে বড় প্রশ্ন তাহলে কি বাবাই নিজের মেয়েকে...

Last Updated:

Tangra Incident: নাবালিকার মৃত‍্যু বা খুনে Mechanical Asphyxia অর্থাৎ শ্বাসরোধের ইঙ্গিত৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
: ট্যাংরা কান্ডে আত্মহত্যা নয়, হত্যা হয়েছিল সেই দিকেই আরও পাকা প্রমাণ মিলল পোস্টমর্টেম থেকে৷  নাবালিকার মৃত‍্যু বা খুনে Mechanical Asphyxia অর্থাৎ শ্বাসরোধের ইঙ্গিত৷  ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ শ্বাসরোধ করা হয়েছিল প্রিয়ম্বদাকে৷  প্রাথমিক অনুসন্ধানে বিষক্রিয়ার ফলে মৃত‍্যু বলা হয়েছিল৷
ট্যাংরা কাণ্ডে কি বাবাই নিজের মেয়ের শ্বাসরোধ করে
ট্যাংরা কাণ্ডে কি বাবাই নিজের মেয়ের শ্বাসরোধ করে
advertisement

কিন্তু এই  রিপোর্ট এখন যেটা পুলিশ হাতে পেয়েছে তাতে শ্বাসরোধের ইঙ্গিতও রয়েছে বলে সূত্রের দাবি৷  তাহলে কি মৃত‍্যু সুনিশ্চিত করতে শ্বাসরোধও করা হয়েছিল ভাবাচ্ছে তদন্তকারীদের৷  প্রসূণ নিজেই কি মেয়ের শ্বাসরোধ করে খুন করেছিলেন, জানতে মরিয়া পুলিশ৷

আরও পড়ুন – Madam Harrasing Students: এ লজ্জা লুকোবেন কোথায়, ক্লাসে নাকি শিক্ষিকার আদেশ ‘পোশাক খুলে প্রাইভেট পার্ট দেখাও’, অভিযোগে ষড়যন্ত্র দেখছেন ম্যাডাম

advertisement

এদিকে এর আগে ট্যাংরা কাণ্ডে জীবিত দে বাড়ির তিন সদস্যের হাসপাতালের বিল নিয়ে তৈরি হল চরম জটিলতা৷ বুধবার সকালে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করে প্রণয় দে, তাঁর নাবালক ছেলে এবং প্রণয়ের ভাই প্রসূনকে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ৷ গুরুতর আহত তিন জনের চিকিৎসা বাবদ এখনও পর্যন্ত কয়েক লক্ষ টাকা বিল হয়েছে ওই বেসরকারি হাসপাতালে৷ কিন্তু হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই তিন জনের কোনও আত্মীয় অথবা পরিচিতই বিল মেটাতে রাজি হননি৷

advertisement

শুধু তাই নয় প্রসূন ও প্রণয়কে পুলিশ কাস্টডিতে নেওয়ার পরিস্থিতিতে নাবালককে কোথায় রাখা হবে তা নিয়েও প্রচুর জলঘোলা হয়৷ বাড়িতে নাবালকের একমাত্র আত্মীয় মামা ও মামি নাবালকের দায়িত্ব নিতে অস্বীকার করায় এই বালককে হোমে পাঠানোর কথা হলেও সেখানেও জটিলতা আছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Amit Sarkar

বাংলা খবর/ খবর/কলকাতা/
Tangra Incident: পুলিশের হাতে টাটকা নয়া প্রমাণ, যা ঘুরিয়ে দিচ্ছে প্রাথমিক ভাবনা, সবচেয়ে বড় প্রশ্ন তাহলে কি বাবাই নিজের মেয়েকে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল