বিচারক প্রসূনকে ডেকে পাঠান ও জিজ্ঞাসা করেন ম্যাজিস্ট্রেটের সামনে দোষ স্বীকার করবেন? প্রসূন জানা, হুম। তাঁকে জিজ্ঞেস করা হয়, আপনার আর কিছু বলার আছে?প্রসূন না বলেন।
আরও পড়ুন: বন্ধ থাকবে মা উড়ালপুল, কবে-কখন? জরুরি খবর জেনে নিন
আদালতে প্রসূনকে প্রশ্ন করা হয়, দু’দিন পুলিশ কাস্টডিতে কোনও অসুবিধা হয়েছে? যা যা লেখা আপনার দোষ স্বীকার করার কথা সেটা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন তো? প্রসূন ফের ঘাড় নেড়ে উত্তর দেয় না। কেউ আপনাকে জোর করেনি তো? প্রসূন ঘাড় নেড়ে উত্তর দেন, না।
advertisement
বিচারক বলেন, ওরা আপনাকে জেলে পাঠাতে চায়। প্রসূন বলেন, আমি ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করতে চাই। সেটা করার একটা নিয়ম আছে। জেলে যাওয়ার পর আপনি দুদিন সময় পাবেন। পুরো বিষয়টা ভাববার। তারপর আপনি আপনার কথা ম্যাজিস্ট্রেটকে জানাবেন। প্রসূন দে-কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
রৌনক দত্ত চৌধুরী