বুধবার সকালে নবান্নে টালা ব্রিজ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানেই মুখ্যসচিব রাজীবা সিনহাকে রিপোর্ট দেন ভিকে রায়না। রিপোর্টে রয়েছে, ভেঙে ফেলতে হবে টালা ব্রিজ৷ ব্রিজের ৭ জায়গার অবস্থা বিপজ্জনক৷ রেললাইনের উপরের অংশ সবচেয়ে বিপজ্জনক৷ ব্রিজের স্বাস্থ্য ফেরানোর কোনও উপায় নেই৷
আগেই টালা ব্রিজ ভাঙার সুপারিশ করেছিল কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা রাইটস। ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধেরও সুপারিশ করেছিল। কিন্তু পুজোর মুখে টালা ব্রিজে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করতে পারেনি রাজ্য সরকার। বাস ও ট্রাক চলাচল বন্ধ হলেও, তিন টনের কম ওজনের গাড়ি চলাচলে ছাড় দিয়েছিল পুলিশ-প্রশাসন। রায়নার রিপোর্টের পর ব্রিজটি ভাঙা ছাড়া পথ নেই। রায়নার প্রস্তাব, দু’মাসের মধ্যে ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখে টালা ব্রিজের বিকল্প রাস্তা খুঁজুক পুলিশ-প্রশাসন। সেইসঙ্গে নতুন ব্রিজ তৈরিরও পরিকল্পনা নিক। শনিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।
advertisement