এদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা ১৯৫ জন। ৩০৩ জনের মধ্যে বিদেশী রয়েছেন ১০৮ জন। পশ্চিববঙ্গের দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা এই সব জেলা থেকেই মূলত নিজামুদ্দিনের তাবলিগি জামাতের সভায় যোগ দিয়েছিলেন এরা সকলে। যে সব বিদেশীরা রয়েছেন তাদের মধ্যে ৩৪ জন ইন্দোনেশিয়ার, ২৫ রয়েছেন মায়ানমারের, ২১ জন থাইল্যান্ডের৷ ১৯ জন বাংলাদেশি রয়েছেন এবং মালয়েশিয়া ৯ জন রয়েছেন এই তালিকায়৷
advertisement
তাবলিগি জামাতের ওই সভাকে কোভিড ১৯ র হটস্পট বলে চিহ্নিত করার পর চিন্তার ভাজ পড়েছে সব রাজ্য প্রশাসনের কপালেই। সম্প্রতি ইন্দোরে এই সভায় যোগ দিতে যাওয়া ব্যাক্তিদের চিহ্নিত করতে গিয়ে বড় সড় বিক্ষোভের মুখে পড়ে মধ্যপ্রদেশের পুলিশ। শেষমেশ বাংলা থেকে যোগ দেওয়া সব ব্যক্তিকেই চিহ্নিত করা গিয়েছে এবং তাদের কোয়ারিন্টিনে রাখা হয়েছে৷ জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর৷