TRENDING:

নিউটাউনের হজহাউজে কোয়ারিন্টনে রাখা হল তাবলিগি জামাত যোগে রাজ্যের ১২৫ জনকে

Last Updated:

এদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা ১৯৫ জন। ৩০৩ জনের মধ্যে বিদেশী রয়েছেন ১০৮ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দিল্লির নিজামুদ্দিন কাণ্ডের যোগ পাওয়া গেল বাংলাতেও। নিজামুদ্দিন এ সংগঠিত হওয়া ইসলামী সংগঠন তাবলিগি জামাতের সভায় হাজির হয়েছিলেন বাংলা ও বিদেশ থেকে আসা বেশ কিছু সমর্থক। সব মিলিয়ে সংখ্যাটা বেশ চোখে পড়ার মতই। এদের সবাইকে গৃহ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। দিল্লির নিজামুদ্দিনের জামাতে যাওয়া মোট ৩০৩ জনকে নিউটাউনের হজহাউজ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।এদের মধ্যে মহিলা আছেন ১২ জন।
advertisement

এদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা ১৯৫ জন। ৩০৩ জনের মধ্যে বিদেশী রয়েছেন ১০৮ জন। পশ্চিববঙ্গের দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা এই সব জেলা থেকেই মূলত নিজামুদ্দিনের তাবলিগি জামাতের সভায় যোগ দিয়েছিলেন এরা সকলে। যে সব বিদেশীরা রয়েছেন তাদের মধ্যে ৩৪ জন ইন্দোনেশিয়ার, ২৫ রয়েছেন মায়ানমারের, ২১ জন  থাইল্যান্ডের৷ ১৯ জন বাংলাদেশি রয়েছেন এবং মালয়েশিয়া ৯ জন রয়েছেন এই তালিকায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাবলিগি জামাতের ওই সভাকে কোভিড ১৯ র হটস্পট বলে চিহ্নিত করার পর চিন্তার ভাজ পড়েছে সব রাজ্য প্রশাসনের কপালেই। সম্প্রতি  ইন্দোরে এই সভায় যোগ  দিতে যাওয়া ব্যাক্তিদের চিহ্নিত করতে গিয়ে বড় সড় বিক্ষোভের মুখে পড়ে মধ্যপ্রদেশের পুলিশ। শেষমেশ বাংলা থেকে যোগ দেওয়া সব ব্যক্তিকেই চিহ্নিত করা গিয়েছে এবং তাদের  কোয়ারিন্টিনে রাখা হয়েছে৷ জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নিউটাউনের হজহাউজে কোয়ারিন্টনে রাখা হল তাবলিগি জামাত যোগে রাজ্যের ১২৫ জনকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল