সেই রিপোর্টেই ৩০০-রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকার গায়েবের ঘটনার তথ্য এল। সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন শিক্ষা দফতর। ফের জেলায় জেলায় ভেরিফিকেশনের নির্দেশ স্কুল শিক্ষা দফতরের। ৩০০-রও বেশি পড়ুয়া ট্যাবের টাকা গায়েব হয়েছে বলে রিপোর্ট।
আরও পড়ুন: একঘেয়ে রুই-কাতলা না কিনে মৃগেল মাছ কিনুন, ক্যালসিয়াম-ভিটামিনের খনি এই মাছ! দাম কম-কাজ বেশি
advertisement
ট্যাবের টাকা গায়েবের ঘটনায় রিপোর্ট চাইলেন মুখ্য সচিব। স্কুল শিক্ষা দফতরকে অবিলম্বে রিপোর্ট পাঠানোর নির্দেশ নবান্নের। রিপোর্ট পাঠাচ্ছে স্কুল শিক্ষা দফতর মুখ্যসচিবকে।
আরও পড়ুন: এমনও হয়? পৃথিবীর একমাত্র প্রাণী, যার মৃত্যু নেই! বলুন তো কে? নামটা শোনামাত্রই তাজ্জব হবেন!
কোন কোন স্কুলে কত কত পড়ুয়ার টাকা গায়েব হল? স্কুলের কী ভূমিকা? দায়িত্বপ্রাপ্ত এজেন্সির কী ভূমিকা? বিস্তারিত রিপোর্ট পাঠানোর নির্দেশ নবান্নের। অন্যদিকে, সোমবার বিকেল পাঁচটায় বৈঠক করবেন মুখ্যসচিব।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়