আরও পড়ুন: আজ বিজয় দশমী, উৎসব শেষে বিষাদের সুর
বদলায়নি ছবি। প্রতি বছরের মতো দশমীর সকালে মিষ্টির দোকানে ভিড়। দোকানে দোকানে চূড়ান্ত ব্যস্ততা। দশমীর স্পেশাল মিষ্টি নিয়ে প্রস্তুত বিক্রেতারা। ম্যাঙ্গো বাটি, রোসটেড অ্যালমন্ডের মিষ্টি বিজয়া স্পেশাল।
আরও পড়ুন: টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক !
প্যারাডাইস, ভিক্টোরিয়া। আছেন শকুন্তলা, চামেলিও। মিষ্টির নামের বাহারে চোখ ছানাবড়া। কুচো গজা, ছানার মুড়কি, রাম বোঁদে। সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ উত্তর কলকাতার এই স্বনাম ধন্য মিষ্টি দোকানে। দিলখুস ক্রেতাদের।
advertisement
আরও পড়ুন: ত্রিধারার মণ্ডপে জনজোয়ার, ভিড় হটাতে হুইসল দাওয়াই পুলিশের, অসন্তুষ্ট দর্শনার্থীরা
রসের মিষ্টিকে মাত দিয়েছে বাহারি সন্দেশ। ব্ল্যাক কারেন্ট, কোকোর পাশাপাশি ঢাকাই ছানার জিলিপি, ক্ষীরের পান্তুয়া, মাতৃভোগে বিজয়া। ট্র্যাডিশন মেনে রাজভোগ, রসগোল্লার হাঁড়ি নিয়েও বাড়ি ফেরা। মিষ্টি মুখে সবাইকে বিজয়ার শুভেচ্ছা।