TRENDING:

Swastha Sathi: বিপদে বন্ধু স্বাস্থ্য সাথী কার্ড! সরকারি পরিসংখ্যানেই মিলছে প্রমাণ, দাবি স্বাস্থ্য ভবনের

Last Updated:

স্বাস্থ্যভবন সূত্রে খবর, বেশিরভাগ উপভোক্তাই স্বাস্থ্যসাথীর মাধ্যমে হার্টের বড়সড় অপারেশন করিয়ে নিচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিক অভিযোগ শোনা গেলেও এবার মিলল স্বস্তির খবর।  টাকার অভাবে যে অপারেশন আটকে ছিল তাই হল অতি সহজে। বেসরকারি হাসপাতালের খরচে এড়িয়ে হচ্ছে হার্টের অস্ত্রোপচার। যা একসময় ছিল অসম্ভব।
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

স্বাস্থ্যভবন সূত্রে খবর, বেশিরভাগ উপভোক্তাই স্বাস্থ্যসাথীর মাধ্যমে হার্টের বড়সড় অপারেশন করিয়ে নিচ্ছেন। তার পরেই রয়েছে ক্যানসারের চিকিৎসা। আর তৃতীয় স্থানে রয়েছে হাঁটু বদলের মতো ব্যয়বহুল অপারেশন।

আরও পড়ুন:  গল্পের মতোই 'নিখোঁজ' বাস্তবের মুকুল! ফেলুদার মতো খুঁজে আনতে দিল্লি গেল পুলিশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের অভ্যন্তরীণ রিপোর্ট থেকে তথ্যগুলি জানা গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, সদ্য সমাপ্ত অর্থবর্ষে স্বাস্থ্যসাথীর দৌলতে বিভিন্ন ধরনের হার্টের অপারেশনই হয়েছে ১৫০ কোটি টাকারও বেশি অর্থমূল্যের। অ্যাঞ্জিওপ্ল্যাস্টি, বাইপাস,ভালভ, পেসমেকার বসানো, কী নেই তাতে।

advertisement

পরিবারে কারও ক্যানসার ধরা পড়লে সংশ্লিষ্ট সবার কী মানসিক অবস্থা হয়, তা ভুক্তভোগী মাত্রই জানেন। গত এক বছরে স্বাস্থ্যসাথীর মাধ্যমে বেসরকারি ও বড় সরকারি হাসপাতালে রেডিওথেরাপি ও কেমোথেরাপির সুবিধা পেয়েছেন কয়েক হাজার ক্যানসার আক্রান্ত। দেখা যাচ্ছে, ইমেজ গাইডেড ও লিনিয়ার অ্যাক্সিলারেটরের মতো অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে ৫০ কোটি টাকার চিকিৎসা হয়েছে বিনামূল্যে৷

advertisement

চল্লিশের কোঠা থেকেই অস্টিওআথ্রাইটিস, অস্টিওপোরোসিস কাহিল করছে অনেককে । হার্ট, ক্যান্সারের পরই সবচেয়ে বেশি মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা নিয়েছেন হাঁটু বদল, জয়েন্ট বদল, কোমর বদলের মতো বড় অস্ত্রোপচার করাতে৷  ১ বছরে রাজ্যবাসী প্রায় ২৩ কোটি ৬০ লক্ষ টাকা অর্থমূল্যের জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি স্বাস্থ্যসাথীর মাধ্যমে করিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

পশ্চিম মেদিনীপুরের পিংলার গৃহবধূ চম্পা বেরা বললেন, 'যে যাই বলুক, স্বাস্থ্যসাথী কতটা উপকারী, আমরা হাতেকলমে টের পেয়েছি। এই কার্ডের দৌলতে শ্বশুরমশাই সঞ্জয় বেরার জিভে ক্যানসারের অপারেশন হল। তাও চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের মতো বড় প্রতিষ্ঠানে।' স্বাস্থ্যসাথীর সাহায্যে মা আমিনা খাতুনের হার্ট ভালভের অপারেশন করিয়ে যারপরনাই খুশি মেয়ে সালেমা। শুক্রবার বললেন, ‘উত্তর ২৪ পরগণার একটি প্রাইভেট হাসপাতালে মায়ের ভালভের অপারেশন হয়েছে। আমরা খুবই উপকৃত হয়েছি।'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Swastha Sathi: বিপদে বন্ধু স্বাস্থ্য সাথী কার্ড! সরকারি পরিসংখ্যানেই মিলছে প্রমাণ, দাবি স্বাস্থ্য ভবনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল