বিবেকানন্দের জন্মদিনকে 'জাতীয় যুব দিবস' ঘোষণার পর স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনে হুড়োহুড়ি বেড়েছে রাজ্যের ক্লাব সংগঠন ও রাজনৈতিক দলগুলির মধ্যে। সকাল থেকেই রাস্তায় 'বিবেকানন্দ লহ প্রণাম' লেখা ফ্লেক্স, ব্যানার, কাটআউট নিয়ে প্রভাত ফেরি দিয়ে শুরু করে দিনভর চলে বিবেক-বন্দনা। জনসংযোগের সহজ রাস্তা হিসাবে এই সুযোগকে হারাতে চায় না বিশেষত এ রাজ্যের ডান, বাম কোন রাজনৈতিক দলই।
advertisement
আরও পড়ুন: মানুষ বাঁচাবে ওরা, গঙ্গাসাগর দাপিয়ে বেড়াচ্ছে লিলি ও রোমিও! সাগরে দুরন্ত চমক
পর্যবেক্ষকদের মতে, ২০১৪-য় কেন্দ্রে ক্ষমতায় আসার পর বিবেকানন্দকে হিন্দু সন্যাসী হিসাবে গোটা দেশে এবং এ রাজ্যে 'বাঙালির আইকন' করে তু্লতে উদ্যোগী হয় বিজেপি৷ রাজ্য রাজনীতিতে যা নতুন মাত্রা লাভ করে।এই আবহে, স্বামী বিবেকানন্দের জন্মদিনে উত্তর কলকাতায় বিবেকানন্দের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, 'রাস্তায় আসতে আসতে কাট আউটে এক কার্বাইডে পাকানো নেতার ছবি দেখলাম। বিবেকানন্দের চেয়ে বড়।' নাম না করলেও, শুভেন্দুর নিশানায় যে ছিল অভিষেকের ছবি, তা বলার অপেক্ষা রাখে না।
স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস 'বিবেকানন্দ লহ প্রণাম' লেখা ফ্লেক্সের ব্যানার টাঙিয়ে ছিল রাস্তার দু'ধারে। সেই ফ্লেক্সের ওপরে সন্ন্যাসী বেশে বিবেকানন্দের ছবির নিচে ছিল অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি। আসার পথে সম্ভবত তৃণমূলের এই ফ্লেক্স ব্যানার দেখেই কটাক্ষ করেছিলেন শুভেন্দু।
আরও পড়ুন: মিড ডে মিলে সাপের পর এবার পুষ্টিকর খাবারের বন্দোবস্ত বীরভূমে
বিকালে সেই উত্তর কলকাতায় বিবেকানন্দের বাড়িতে শ্রদ্ধা জানাতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর খোঁচার কোন পাল্টা জবাব না দিয়ে অভিষেক বলেন, "আজ আমি রাজনীতি করতে এখানে আসিনি। রাজনীতির জায়গায় রাজনীতির কথা হবে।" এদিকে উত্তর কলকাতায় অভিষেক যখন এ কথা বলছেন, তখন কেষ্টপুর বাগুইহাটিতে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিজেপির এক মিছিলে দলীয় পতকায় সাজানো গাড়িতে বিবেকানন্দের কার্ট আউট নিয়ে মিছিল করছে শুভেন্দুর বিজেপি। পদযাত্রায় সামিল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তা দেখে মিছিল দেখতে আসা জনতা বলছে, বিবেকানন্দ তুমি কার?
এখানেই শেষ নয়, মিছিল শেষে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভাষণ দিতে গিয়ে স্বামীজির সেই উদ্ধৃতিকে হাতিয়ার করলেন, যে উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে অভিষেকের ছবি দেওয়া উত্তর কলকাতা তৃণমূলের বিবেকানন্দ লহ প্রণাম লেখা বিতর্কিত ফ্লেক্সে। ব্যানারে স্বামীজির যে উদ্ধৃতিটি দেওয়া হয়েছে, তা হল, "শুধু বড় লোক হয়ো না, বড় মানুষ হও। কেষ্টপুরে সুকান্ত তার ভাষণ শুরু করেন স্বামীজির এই উদ্ধৃতি দিয়ে। রাজনৈতিক মহলের মতে, বিবেকানন্দকে হাতিয়ার করে, অভিষেককে নিশানা করতে গিয়ে শুভেন্দু - সুকান্তর এই মন্তব্যে এক আশ্চর্য সমাপতন দেখল রাজ্যবাসী।