TRENDING:

‘ডোন্ট টাচ মাই বডি’ - বিধানসভার অলিন্দেও তুমুল আলোচনা এই বাক্য ঘিরে

Last Updated:

শাসক দলের মহিলা বিধায়কদের ব্যাখ্যা নানা রকম। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: ‘ডোন্ট টাচ মাই বডি’, এই কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসি-মশকরা চলছে। তৈরি হয়েছে বহু মিম। এবার সেই হাসাহাসির রেশ পৌঁছে গিয়েছে বিধানসভা চত্বরেও । বিধানসভার স্বল্পকালীন অধিবেশনের প্রথম দিন শুভেন্দু অধিকারী হাজির না থাকলেও, ‘ডোন্ট টাচ মাই বডি’ নিয়ে হাসি, মশকরায় বুঁদ শাসক দলের মহিলা বিধায়করা।
‘ডোন্ট টাচ মাই বডি’ - বিধানসভার অলিন্দেও তুমুল আলোচনা এই বাক্য ঘিরে
‘ডোন্ট টাচ মাই বডি’ - বিধানসভার অলিন্দেও তুমুল আলোচনা এই বাক্য ঘিরে
advertisement

এমনকী, হালকা টিপ্পনি শোনা গিয়েছে বিরোধী দলের বিধায়কদের দেখেও।বিধানসভা ভবনে মহিলাদের আড্ডার আলোচনার বিষয় হয়ে উঠে এসেছে এটি।  চন্দ্রিমা ভট্টাচার্য, জুন মালিয়া, লাভলি মৈত্র, অদিতি মুন্সি, অসীমা পাত্র-সহ সকলের আলোচ্য বিষয় একটাই  ‘ডোন্ট টাচ মাই বডি’। চন্দ্রিমা ভট্টাচার্য থেকে জুন মালিয়া, লাভলি মৈত্র, অসীমা পাত্র – সকলেই হাসিতে মশগুল এ নিয়ে। নানা ভঙ্গিতে একেকজন বলছেন – ‘ডোন্ট টাচ মাই বডি’।

advertisement

আরও পড়ুন- জামিনের আবেদন করে পার্থর চোখে জল... ‘ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’ কটাক্ষ সুকান্ত মজুমদারের

বিধানসভার অলিন্দে তা নিয়েই চলছে তুমুল হাসিঠাট্টা। সেলিব্রিটি বিধায়ক লাভলি মৈত্র জানিয়েছেন, ‘‘এখন তো বিধানসভায় উনি এলেই আমরা বলব – ডোন্ট টাচ মাই বডি। উনি নাকি মহিলাদের মায়ের মতো দেখেন। কিন্তু দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সবচেয়ে বেশি বাজে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতাই। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধর্ষণ হয় বেশি। কাল একটা কমেডি হল। দেখলাম, ভালই লাগল।”

advertisement

আরও পড়ুন- ‘মাথায় গুলি করতেন ?’...অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমাজবিরোধী বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর!

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

জুন মালিয়ার বক্তব্য, ‘‘আসলে ম্যাডাম সুচিত্রা সেন ওই ডায়লগটা এত ফেমাস করে দিয়ে গিয়েছেন, যে সেসময় আমার ওটাই মনে পড়ল। সিনেমার কাট টু-র মতো ঠিক। চোখের সামনে ভেসে উঠল রিনা ব্রাউন। আর রাজনৈতিকভাবে কিছুই বলার নেই। একদমই গুরুত্ব নেই!” তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এটিকে সপ্তপদী রিভিজিটেড বলে আসছে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, ‘‘শুভেন্দু কর্তব্যরত পুলিশ কর্মীদের বলছেন, ডোন্ট টাচ মাই বডি। এই বিনোদনের নাম 'সপ্তপদী রিভিজিটেড'। রিনা ব্রাউনের কথা মনে করালেন উনি আমাদের। উনি পুলিশের সামনে দাঁড়িয়ে থাকতে পারলেন না।’’ এবার এই বাক্য আলোচনায় বিধানসভার অলিন্দেও।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘ডোন্ট টাচ মাই বডি’ - বিধানসভার অলিন্দেও তুমুল আলোচনা এই বাক্য ঘিরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল