TRENDING:

Suvendu Adhikari: মধ্যরাতে বড় অভিযান, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শ্যামল আদক গ্রেফতার! তোলপাড় বাংলা

Last Updated:

Suvendu Adhikari: টেন্ডার দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করা হল। সুতাহাটা থানা এলাকায় একটি টেন্ডার দুর্নীতি মামলায় ইতিমধ্যে একজন কাউন্সিলর সহ দুজন গ্রেফতার হয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গ্রেফতার শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শ্যামল আদক! হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে শনিবার গভীর রাতে কলকাতা থেকে গ্রেফতার করেছে সুতাহাটা থানা এবং জেলা পুলিশ।
শ্যামল আদক গ্রেফতার
শ্যামল আদক গ্রেফতার
advertisement

টেন্ডার দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করা হল। সুতাহাটা থানা এলাকায় একটি টেন্ডার দুর্নীতি মামলায় ইতিমধ্যে একজন কাউন্সিলর সহ দুজন গ্রেফতার হয়েছেন। সেই একই মামলায় শ্যামল আদককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও কলকাতা হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশ ছিল শ্যামল আদককে গ্রেফতার করা যাবে না। কিন্তু এটি ভিন্ন মামলায় গ্রেফতার করা হল তাকে। এমনটাই সূত্রের খবর। রবিবার তাঁকে হলদিয়া আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: '১ জানুয়ারি থেকে শুরু, আপতত ২০ দিন...', ডায়মন্ড হারবারে বিস্ফোরক অভিষেক

হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের বিরুদ্ধে ওঠা অনিয়ম মামলায় এর আগে সিট গঠন করা হয়েছিল। হলদিয়ার SDPO রাহুল পাণ্ডের নেতৃত্বে ১৬ সদস্যের তদন্তকারী দল গঠিত হয়েছিল। তাতে দু’জন ইনস্পেক্টর এবং ১৩ জন সাব-ইনস্পেক্টর ছিলেন। এই মামলায় ইতিমধ্যেই ছ’জন বিদায়ী কাউন্সিলরকে নোটিশ পাঠিয়েছিল পুলিশ৷

advertisement

আরও পড়ুন: ৬ জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট, রবিবারের জন্য বড় সিদ্ধান্ত স্বরাষ্ট্র দফতরের!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর হলদিয়ার ভবানীপুর থানায় শ্যামল আদকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক নির্মাণ সংস্থার মালিক অরুণাংশু মুখোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং ঘাটাল পুরসভা এলাকার কাজে ভুয়ো নথি দেখিয়ে তাঁর সংস্থার নামে ৮৬ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ক্রেডেনসিয়াল তৈরি করেছেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে আরও খবর, এই মামলার তদন্তে নেমে কোটি কোটি টাকার অনিয়মের হদিশ পেয়েছেন আধিকারিকরা। তাই সিট গঠন করে মামলা সংক্রান্ত সমূহ তথ্য উদ্ধার কাজে জোর দিয়েছে পুলিশ। কিন্তু সেই মামলাতে শ্যামল আদককে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেয় হাই কোর্ট। এবার অন্য একটি মামলায় তাঁকে গ্রেফতার করল পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: মধ্যরাতে বড় অভিযান, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শ্যামল আদক গ্রেফতার! তোলপাড় বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল