TRENDING:

Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রীর লক্ষ্যপূরণ হবে না', নতুন জেলা ঘোষণার দিনই মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

Last Updated:

Suvendu Adhikari: আগামিকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বৈঠকে যোগ দিতে আজই দিল্লি উড়ে যান শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাত জেলার নাম ঘোষণা নিয়ে আগেই প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন দিল্লি যাওয়ার আগেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, 'আইএএস -আইপিএসদের বাংলায় ধরে রাখার জন্যই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ। তবে কোনও লাভ হবে না। আগে রাজ্যের নাম পরিবর্তন-সহ অনেক কিছু ঘোষণা করেছেন একটিও বাস্তবায়িত হয়নি। IAS IPS দের বাংলায় ধরে রাখার ব্যাপারেও ওনার (মমতা বন্দোপাধ্যায়) লক্ষ্যপূরণ হবে না'।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
ফাইল ছবি
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফাইল ছবি
advertisement

আগামিকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বৈঠকে যোগ দিতে আজই দিল্লি উড়ে যান শুভেন্দু অধিকারী। রাত আটটা বেজে পনেরো মিনিটের বিমানে দিল্লি রওনা দিলেন এরাজ্যের বিরোধী দলনেতা। আজ রাতেই দিল্লি পৌঁছবেন তিনি। সূত্রের খবর, কাল মঙ্গলবার শাহ- শুভেন্দু বৈঠক হবে সংসদ ভবনে।

আরও পড়ুন : ED আধিকারিকদের চক্ষু চড়ক গাছ, অর্পিতার রথতলার ফ্ল্যাটে এত খাট কেন? কী হয়!

advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) দিল্লি সফরের আগেই অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সাম্প্রতিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়েও দুজনের মধ্যে আলোচনা হতে পারে। এর আগে একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখে রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে পুলিশি বাধার প্রসঙ্গও আলোচনা হতে পারে কালকের এই বৈঠকে বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন : 'মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা', মমতার নতুন জেলার ঘোষণায় তীব্র কটাক্ষ সুকান্তের

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিল্লি যাওয়ার কথা নীতি আয়োগের বৈঠকে অংশ নিতে। তার আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) মধ্যে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। দুজনের মধ্যে বৈঠকে সিএএ নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও শুভেন্দু অধিকারীকে বৈঠকের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি এ ব্যাপারে কোনও উত্তর দিতে চাননি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রীর লক্ষ্যপূরণ হবে না', নতুন জেলা ঘোষণার দিনই মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল